বড়সড় নাশকতার ছক বানচাল, খতম ৪ জয়েশ জঙ্গি

শ্রীনগর: ভারত-পাক সীমান্তে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা৷ পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম জয়েশ-ই-মহম্মদ জঙ্গির চার নেতা৷ সেনা সূত্রে খবর, খতম হওয়া জঙ্গিদের মধ্যে রয়েছে প্রাক্তন দুই বিশেষ পুলিস অফিসার৷ সম্প্রতি পুলিশ বাহিনী ছেড়ে জঙ্গিতে নাম লেখান দুই ব্যক্তি৷ এছাড়াও দু’টি আইএসআইয়ের নাশকতার ছক বানচাল করা হয়েছে৷ জানা গিয়েছে, শুক্রবারের গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে

বড়সড় নাশকতার ছক বানচাল, খতম ৪ জয়েশ জঙ্গি

শ্রীনগর: ভারত-পাক সীমান্তে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা৷ পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম জয়েশ-ই-মহম্মদ জঙ্গির চার নেতা৷ সেনা সূত্রে খবর, খতম হওয়া জঙ্গিদের মধ্যে রয়েছে প্রাক্তন দুই বিশেষ পুলিস অফিসার৷ সম্প্রতি পুলিশ বাহিনী ছেড়ে জঙ্গিতে নাম লেখান দুই ব্যক্তি৷ এছাড়াও দু’টি আইএসআইয়ের নাশকতার ছক বানচাল করা হয়েছে৷

জানা গিয়েছে, শুক্রবারের গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে রাজ্যে নিরাপত্তা বাহিনীর৷ সেখানে মেলে বড়সড় সাফল্য৷ পুলিশ জানিয়েছে, এদিন দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি শুরু করে৷ তাল্লিশি শুরু হতেই লিট্টার এলাকার পাঞ্জরানে তল্লাশি চালানোর সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে৷ জবাবে বাহিনীর তরফে পাল্টা গুলি চালানো হয়৷ গুলিতে চার জঙ্গি প্রাণ হারায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nine =