ফুটন্ত জলে বসে শিশু, দেখুন সেই ভাইরাল ভিডিও

ফুটন্ত জলে বসে শিশু, দেখুন সেই ভাইরাল ভিডিও

বেঙ্গালুরু: ইটের উনুনে বসানো বিশাল লোহার কড়াইয়ে টগবগ ফুটন্ত জলের মধ্যেই হাত জোড় করে বসে রয়েছে একটি ছোট্ট ছেলে৷ ছেলেটির বয়স ৭-৮ বছর হবে৷ সাধারণ মানুষকে এই ঘটনা দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেই শিশুটির অলৌকিক ক্ষমতা রয়েছে৷ ভিডিও দেখে মনে করা হচ্ছে, স্থানীয় কোনও মেলা বা সামাজিক অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটানো হয়েছে। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়৷

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি ইটের উনুনে আগুন জ্বলছে দাউদাউ করে৷ তার ওপরে বসানো রয়েছে বিশাল একটি লোহার কড়াই। তাতে টগবগ করে ফুটছে জল। জলের মধ্যে হাতজোড় করে বসে প্রার্থনা করছে সাত-আট বছরের একটি ছেলে। ফুটন্ত জলে বসেও ছেলেটির মধ্যে কোনও প্রতিক্রিয়া নেই৷ মুখের মধ্যেও কোনও অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যাচ্ছে না। জলের মধ্যে এবং জলের বাইরে প্রচুর ফুল ছড়ানো রয়েছে৷  তার চারিদিকে অগুনতি মানুষের ভিড়৷ সকলেই ছেলেটিকে দেখার জন্য উদগ্রীব৷ অনেকে আবার নিজেদের মোবাইলে ঘটনাটির ছবি তুলছেন৷ এঁদের মধ্যে সন্দীপ বিস্ত নামে একজন একটি ৩০ সেকেন্ডের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ তিনি নীচে ক্যাপশনে লিখেছেন, ‘এটা ২০২১-এর ভারত’৷ 

সেই সাংঘাতিক ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়। ইতিমধ্যেই ২ মিলিয়ন ভিউয়ার্স হয়ে গিয়েছে৷ যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা৷ তাঁরা ভিডিওটিকে ফেক বলছেন৷ নেটিজেনদের অনেকে বলছেন, এমন ঘটনা অসম্ভব। এটা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য বানানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =