করোনার বলি ‘২ টাকার ডাক্তার’! বিদায় নিলেন দরিদ্রের সাক্ষাৎ ঈশ্বর

করোনার বলি ‘২ টাকার ডাক্তার’! বিদায় নিলেন দরিদ্রের সাক্ষাৎ ঈশ্বর

কার্নুল: স্থানীয়দের কাছে তিনি ছিলেন ঈশ্বর৷ জনপ্রিয় হয়ে উঠেছিলেন ‘২ টাকার ডাক্তার’ নামে৷ কম খরচে চিকিৎসা দেওয়া নয়, নিয়মিত খেয়াল রাখতেন স্থানীয়দের৷ প্রয়োজনে থাকতেন তাঁদের পাশে৷ কিন্তু, দুর্ভাগ্যের হলেও সত্যি, করোনা সংক্রমণের জেরে এবার প্রাণ গেল কার্নুলের ‘২ টাকার ডাক্তার’ কে এম ইসমাইল হুসেন৷

জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ আচমকা নিজের চেন্বার বন্ধ করে দেন ওই চিকিৎসক৷ বেশ কিছুদিন ধরে তীব্র শ্বাসকষ্টে ভুগছেন৷ পরে তাঁকে কার্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ করা হয় নমুনা পরীক্ষা৷ মেলে করোনা সন্ধান৷ শুরু হয় যমে মানুষে টানাটানি৷ দু’দিনের লড়াই শেষে বিদায় দেন চিকিৎসক৷ এলাকায় খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায় নেমে আসে৷ তবে, ওই চিকিৎসক আদৌও করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন কি না, তা নিয়ে এখনও রয়েছে ধন্দ৷ স্থানীয়রা জানিয়েছেন, লকডাউনের মধ্যেও প্রতিদিন সকাল ৭টা থেকে গভীর রাত পর্যন্ত অসংখ্য রোগী দেখতেন৷ বিশেষজ্ঞরা মনে করছেন, রোগী দেখতে গিয়ে খুব সম্ভবত তিনি সংক্রামিত হয়ে থাকতে পারেন৷

গরিবের ডাক্তার হিসেবে ইসমাইল হুসেনকে একনামে চিনতেন কার্নুলে বাসিন্দারা৷ কার্নুল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ও এমডি পাশ করার প্রায় ২৫ বছর ধরে দু’টাকার বিনিময়ে গ্রামে রোগী দেখতেন তিনি৷ নয়ের দশক থেকেই তিনি ফি হিসেবে নিতেন মাত্র ২ টাকা৷ পরে চিকিৎসার সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ফি বাড়িয়ে ২০ টাকা করেন তিনি৷ নিজে হাতে ফি নিতেন না৷ টেবিলে রাখা বাক্সে রোগীরা নিজে থেকেই টাকা দিয়ে আসতেন৷ দরিদ্রের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ ঈশ্বর৷ মৃত্যুর দু’দিন আগেও করে গিয়েছিলেন দরিদ্রের চিকিৎসা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =