নয়াদিল্লি: সংস্থার ডেলিভারি কর্মীদের সন্তানদের পড়াশোনা বা উচ্চশিক্ষার ভার নিতে চলেছে ফুড ডেলিভারি অ্যাপ সংস্থা। ডেলেভারি কর্মীদের সন্তানের পড়াশোনার জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দর গয়াল জানান। যে সমস্ত কর্মীরা পাঁচ বছরের বেশি সময় ধরে সংস্থার সঙ্গে যুক্ত, তাঁদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে বলে জোম্যাটোর তরফে জানানো হয়েছে।
জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দর গয়াল জানান, ইএসওপিএস থেকে প্রাপ্ত সমস্ত অর্থ তিনি জোম্যাটো ফাউন্ডেশনে দান করেছেন। সংস্থার কর্মচারীদের তিনি ইমেলের মাধ্যমে এই খবর জানিয়েছেন। এরপর জোম্যাটো ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ডেলেভারি পার্টনাররা পাঁচ বছর ধরে সংস্থার সঙ্গে যুক্ত, তাঁদের দুই সন্তানের শিক্ষার জন্য প্রতিবছর ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়াও যে সমস্ত ডেলেভারি পার্টনাররা এই ফুড ডেলেভারি অ্যাপের সঙ্গে গত ১০ বছর ধরে যু্ক্ত তাঁদের দুই সন্তানের পড়াশোনার জন্য বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে।
শুধু সন্তানদের শিক্ষার দায়িত্ব নিয়েই জোম্যাটো বসে থাকতে চাইছে না। জোম্যাটো ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, কাজের সময় যদি কোনও ডেলেভারি পার্টনারের দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে তাঁর সন্তান ও পরিবারের শিক্ষার ও জীবনযাপনের দায়িত্ব জোম্যাটো নেবে। এক্ষেত্রে ডেলিভারি পার্টনার কতদিন কাজ করছে তা দেখা হবে না।
যদিও জোম্যাটোর শেয়ার মোটেই ভালো জায়গায় নেই। বৃহস্পতিবার ও শুক্রবার শেয়ার বাারে ধাক্কা খেয়েছে জোম্যাটো। যার জেরে বিনিয়োগকারীরা রীতিমতো উদ্বেগে। জোম্যাটোর শেয়ার পড়তে পড়তে সর্বনিম্ন স্তরে চলে গিয়েছে বলে জানা গিয়েছে। শেয়ারের মূল্যের ৬২ শতাংশ পতন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে কেউ জোম্যাটোর শেয়ার কিনলে, তার লোকশান হবে।