মুম্বই: সময় যত এগোচ্ছে, মানুষ তত বেশি যান্ত্রিক হয়ে উঠছে। তার সঙ্গে গ্রাস করছে অনিশ্চয়তা। সব সময় হারানোর ভয় কুড়ে কুড়ে খায়। আর সেখান থেকেই আমাদের তরুণ সমাজ একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। কখনও আবার বাজি করে নিজেদের জীবনকে। তেমনিএকটা ঘটনার সাক্ষী থাকল মুম্বই। অশান্তির জেরে প্রেমিক হোয়াটস অ্যাপে ব্লক করে দিয়েছিলেন। সেখান থেকেই আসে সম্পর্ক হারিয়ে যাওয়ার ভয়। আর ভয় থেকেই আত্মহত্যা করলেন তরুণী। তাও প্রেমিকের বাড়িতে।
পুলিশ সূত্রের খবর, আত্মঘাতী তরুণীর নাম প্রণালী লোখারে। ২০ বছরের ওই তরুণীর দেহ সোমবার প্রেমিকের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে। ইতিমধ্যে পুলিশ ওই যুবককে জেরা শুরু করেছে। মুম্বই পুলিশ জানিয়েছে, ২৭ বছরের ওই যুবক গত ছয় মাস ধরে তরুণীকে চেনেন। তাঁদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। রবিবার দিন দুজনে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর থেকে অশান্তি শুরু হয় দুজনের মধ্যে।
ওই যুবক জানান, বিয়ে বাড়ি থেকে ফেরার পর থেকেই তরুণী তাঁর বাড়িতে থাকার জন্য জোর করতে থাকেন। কিন্তু যুবক রাজি হননি। তিনি তরুণীকে বাড়ি ফিরে যেতে বলেন। এই নিয়ে অশান্তি শুরু হয়। এরপর তরুণী বার বার তাঁকে ফোন করতে থাকেন। মেসেজ করতে থাকেন। যুবক জানান, সেই সময় রাত হয়ে গিয়েছিল। তরুণীকে তিনি বাড়ি ফিরে যেতে বলেন। কারণ তাঁর বাড়ির সামনে মাদক পাচারকারীরা রাতের দিকে সক্রিয় থাকে। একথা বলার পরেই তিনি হোয়াটস অ্যাপে তরুণীকে ব্লক করে দেন।
যুবক জানিয়েছেন, এরপরে তরুণী তাঁর বাড়িতে চলে আসেন। তাঁকে বার বার জিজ্ঞাসা করতে থাকেন, কেন তিন হোয়াটস অ্যাপে ব্লক করেছেন। সারারাত এই নিয়ে ঝগড়া হয়। এরপরের দিন সকালে যুবক নিজের বাড়িতে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে বলে মুম্বই পুলিশের জানিয়েছেন।