ভাইরাল নৌকা থেকে বাঘের ঝাঁপ, নেটিজেনদের মনে করাচ্ছে লাইফ অফ পাইয়ের শেষ দৃশ্য

ভাইরাল নৌকা থেকে বাঘের ঝাঁপ, নেটিজেনদের মনে করাচ্ছে লাইফ অফ পাইয়ের শেষ দৃশ্য

কলকাতা: আচ্ছা লাইফ অফ পাই সিনেমাটার শেষ দৃশ্যের কথা মনে আছে? যেখানে বাঘটি নৌকা থেকে লাফ মেরে জলে ঝাঁপিয়ে পড়ে। সাঁতরে চলে যায় নিজের জায়গা জঙ্গলে। তখন কিন্তু সে একবারও পিছন ফিরে তাকায়নি। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একটি রয়্যাল বেঙ্গল বাঘকে দেখা যায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতরে চলে যাচ্ছে নিজের বাসস্থানে। এই ভিডিও নেটিজেনদের মনে করিয়ে দিচ্ছে লাইফ অফ পাই সিনেমার রিচার্ড পার্কারের কথা।

আরও পড়ুন- সমূহ বিপদ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে কুতুব মিনারের ৩ গুণ বড় এক গ্রহাণু

ভারতীয় বন আধিকারিক পারভিন কালওয়ান সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝনদীতে বাঘটি জলে ঝাঁপ দেয়। তবে লাইফ অফ পাই সিনেমার শেষ দৃশ্যের সঙ্গে একটু আলাদা। রিচার্ড পার্কার জলে ঝাঁপ দেওয়ার পর আর পিছন ফিরে তাকায়নি। এই বাঘটি জলে ঝাঁপ দেওয়ার পর একবার পিছন ফিরে তাকায়। তার উদ্ধারকারীদের হয়তো ধন্যবাদ দেয়। তারপর সাঁতরে এগিয়ে যায় জঙ্গলের দিকে। বন আধিকারিক এই ভিডিও ট্যুইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ট্যুইটারে ভিডিওয়ের সঙ্গে ক্যাপশনে পারভিন কালওয়ান লেখেন ‘বাঘের মতো ঝাঁপ। উদ্ধার ও মুক্তির পুরনো ভিডিও।’ কিন্তু মুক্তি কখনও পুরনো হয় না। নেটিজেনরা প্রায় সকলেই একবাক্যে স্বীকার করছেন, বাঘের মুক্তির এই ঝাঁফ রিল লাইফকে হার মানাবে। কেউ আবার বলছেন, বাস্তব থেকে সিনেমা হয়। নিজের বাসস্থানে ফিরে যাওয়ার সময় হয়তো সব বাঘই এমন করে।

নেটিজেনদের কেউ কেউ লিখেছেন, ‘ভিডিওয়ের এই অংশটি লাইফ অফ পাই-এর রিচার্ড পার্কারের কথা মনে করিয়ে দিচ্ছে।  এই বাঘটি পি প্যাটেল (সুরজ শর্মা)র  ২২৭ দিনের সঙ্গীর মতো।’ কেউ আবার লিখেছেন, ‘লাইফ অফ পাই-য়ে আমরা এই রকম সাঁতার জানা বাঘের সাক্ষাৎ পেয়েছি। কেউ লিখেছেন আবার লাইফ অফ পাইয়ের শেষ দৃশ্য থেকে যেন বাস্তব অনুপ্রাণিত হয়েছে। নদীতে ঝাঁপ দেওয়ার পর বাঘটি পিছন ফিরে তাকায়নি। নিজের বাসস্থানে চলে গেল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + four =