পিপিই কিট পরে ভোট করোনা আক্রান্ত নির্মলার, হুইল চেয়ারে মনমোহন, ভাইরাল ছবি

পিপিই কিট পরে ভোট করোনা আক্রান্ত নির্মলার, হুইল চেয়ারে মনমোহন, ভাইরাল ছবি

নয়াদিল্লি: করোনা আবহেই নতুন রাষ্ট্রপতি পেতে চলেছে দেশ। একদিকে দেশজুড়ে যখন ফের মাথাচাড়া দিয়েছে করোনার সংক্রমণ ঠিক তখনই সোমবার সাঙ্গ হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এদিনই আবার আনুষ্ঠানিক সূচনা হয়েছে সংসদের বাদল অধিবেশনেরও। সেই অধিবেশন শুরুর আগেই দিল্লির সংসদ এবং সমস্ত রাজ্যের বিধানসভাগুলিতে ভোট দেওয়ার কাজ শুরু করেন সাংসদ বিধায়করা। এদিন সংসদে নিজের ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর একে একে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরা নিজেদের ভোট প্রদান করেন। তবে সংসদ ভবনে এই ভোট দিতে এসেই নজর কেটেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইতিমধ্যেই তাঁদের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা যাচ্ছে সোমবার সংসদ ভবনে ভোটগ্রহণের একেবারে শেষ পর্বে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তাকে দেখে চেনার কোন উপায় ছিল না। কারণ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজের স্বভাবসিদ্ধ পোশাক শাড়ির পরিবর্তে পড়ে এসেছিলেন পিপিই কিট। হঠাৎ তার এই বেশভূষার পরিবর্তনে খুব সহজেই উঠেছে একগুচ্ছ প্রশ্ন। আর তাতেই জানা গিয়েছে, আসলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিটি ভোটই অত্যন্ত মূল্যবান। একজন মন্ত্রী কিংবা সংসদের ভোটের তারতম্যে চেনা খেলা পর্যন্ত পাল্টে যেতে পারে। আর তাই ভোটগ্রহণের একেবারে শেষ লগ্নে পিপিই কিট পড়েই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হাজির হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে তিনি একা নন, কেন্দ্রীয় শক্তি মন্ত্রী আর কে সিংও এদিন পিপি কিট পড়েই ভোট প্রদান করেছেন বলে খবর।

অন্যদিকে, সোমবার দুপুরে হুইল চেয়ারে চেপে সংসদ ভবনে হাজির হন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ মনমোহন সিং। বর্ষীয়ান এই রাজনীতিবিদ করোনা আক্রান্ত না হলেও এই মুহূর্তে গুরুতর অসুস্থ। গত বছরে তাকে পরপর বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে দেখা গিয়েছে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে এদিন তিনি ভোট দিতে আসেন। দীর্ঘ রোগভোগের ফলে শরীরে হাঁটাচলার ক্ষমতা প্রায় নেই বললেই চলে, তাই শেষমেষ হুইল চেয়ারে চেপেই তার ভোটাধিকার প্রয়োগ করেন। তাকে তার নিরাপত্তা রক্ষীরা কোনমতে দাঁড় করিয়ে ভোট দিতে সাহায্য করেন।

একইভাবে হুইল চেয়ারে চেপে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা অখিলেশ যাদবের বাবা মুলায়ন সিং যাদবও উত্তরপ্রদেশ বিধানসভায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে খবর। এছাড়া বিহারের এক বিজেপি বিধায়ক গতকাল স্ট্রেচারে শুয়ে ভোট দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। গত মাসে ভয়াবহ এক দুর্ঘটনার মুখে পড়ায় আপাতত তার হাঁটা চলা সম্পূর্ণ বন্ধ। কিন্তু তারপরেও মনের জোরে এদিন তিনি ভোট দিতে আসেন এবং শুয়ে শুয়েই তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন বলে খবর।

 গতকালের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের পরেই এই সমস্ত ভোট প্রদানের ছবি সংবাদমাধ্যমের হাত ধরে প্রকাশ্যে এসেছে। আর তাতেই ভাইরাল হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সকলের ছবিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + eleven =