পতাকা না কিনলে রেশন মিলছে না! কেন্দ্রকে তোপ ‘বিদ্রোহী’ বিজেপি নেতার

পতাকা না কিনলে রেশন মিলছে না! কেন্দ্রকে তোপ ‘বিদ্রোহী’ বিজেপি নেতার

নয়াদিল্লি: দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু এই কর্মসূচি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ‘বিদ্রোহী’ বিজেপি নেতা বরুণ গান্ধী। তিনি দাবি করেছেন, অনেক জায়গায় পতাকা না কিনলে রেশন দেওয়া হচ্ছে না! অর্থাৎ রেশন নিতে গেলে জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে। এই নিয়ে একটি ভিডিও দিয়ে টুইট পর্যন্ত করেছেন তিনি।

আরও পড়ুন- থানার আইসির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক!

বরুণ টুইটারে লিখেছেন, ”স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন যদি গরীবের কাছে বোঝা হয়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। যারা রেশন নিতে যাচ্ছেন তাঁদের পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে, না কিনলে রেশনের অংশ কেটে নেওয়া হচ্ছে। প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে থাকা জাতীয় পতাকার দাম গরিবদের থেকে জোর করে নেওয়া লজ্জাজনক।” এই লেখনীর সঙ্গেই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি যেখানে রেশনের সমস্যা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন মানুষ। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, তার কাছে রেশন কেনার পয়সাও নেই, পতাকা কেনার ২০ টাকা কোথা থেকে পাবেন। এদিকে আবার রেশন ডিলার বলছেন তাঁদের নাকি ওপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

দাবি করা হচ্ছে, ওপর মহলের নির্দেশ আছে, জাতীয় পতাকা যে ২০ টাকা দিয়ে কিনবে না তাকে রেশন দেওয়া যাবে না। রেশন নিতে গেলে পতাকা কিনতেই হবে। এও বলা হয়েছে, রেশন কার্ডের ধারকরা ২০ টাকা দিয়ে তেরঙ্গা না কিনলে তাঁরা আগস্ট মাসের গম পাবেন না। এই ভিডিও দিয়েই বিজেপি সরকারের ওপর আক্রমণ শানিয়েছেন বিজেপিরই নেতা। উল্লেখ্য, কেন্দ্র ২০ কোটি বাড়িতে জাতীয় পতাকা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + eighteen =