জ্বলছে শ্রীলঙ্কা, চিনের অবস্থানে কতটা প্রভাব ভারতে?

জ্বলছে শ্রীলঙ্কা, চিনের অবস্থানে কতটা প্রভাব ভারতে?

কলকাতা: অশান্তির আগুনে জ্বলছে শ্রীলঙ্কা৷  প্রাণ বাঁচাতে নৌসেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি ও তাঁর পরিবার৷ ইতিমধ্যেই শাসকদলের সাংসদ সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ গোটা শ্রীলঙ্কা জুড়ে কার্ফু৷ কার্যত গৃহযুদ্ধ বেঁধেছে দ্বীপ রাষ্ট্রে৷ এদিকে, স্ট্র্যাটেজিক লোকেশন হিসাবে দেখা হলে নিরাপত্তার জন্য ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা৷ সেই শ্রীসঙ্কায় প্রভাব বিস্তার করেছে চিন৷ শুধু শ্রীলঙ্কা নয়, ভারতের সমস্ত প্রতিবেশি রাষ্ট্রগুলির সঙ্গেই সম্পর্ক ভালো করার চেষ্টা করছে ড্রাগনের দেশ৷ চিনের মদতেই শ্রীলঙ্কায় উন্নয়নের ছবি ধরা পড়েছে৷ গত দুই বছরে ব্যাপক ভাবে বদলে গিয়েছে সেদেশের ছবি৷ সেতু থেকে বন্দর, চোখ ধাঁধানো ফ্লাইওভার৷ এমনকী এও শোনা যাচ্ছে শ্রীলঙ্কায় হাম্বানটোটা আন্তর্জাতিক বন্দরের ৮৫ শতাংশ লিজ নিয়ে নিয়েছে চিন৷ ভারতের কাছে এই পরিস্থিতি কতটা উদ্বেগজনক? 

আরও পড়ুন- স্থগিত রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ! ‘সুপ্রিম’ ধাক্কা কেন্দ্রের

এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার দাস বলেন, এটা ভারতের কাছে নিশ্চিত ভাবেই উদ্বেগের৷ কারণ চিনের নীতিই হল ভারত সংলগ্ন মহাসাগরগুলির আশেপাশে যত দেশ রয়েছে তাদের দিয়ে ভারতকে ঘিরে দেওয়া৷ গলফ অফ অ্যাডেন, স্টেট অফ হামরুশ থেকে পাকিস্তান, মায়ানমার, মলদ্বীপ, বাংলাদেশ সর্বত্র চিনা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে৷ তাদের ঋণ দিয়ে সাহায্য করা হয়েছে৷ আর শ্রীলঙ্কা ভালোমতো চিনের পাতা সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে৷ এদিকে, চিন চায়  তাদের থেকে কউ টাকা নিক৷ সেই টাকা যখন ফেরত দিতে পারবে না, তখন কিছুটা সময় বাড়ানো হবে৷ এর পরেও শোধ দিতে ব্যর্থ হলে তাদের দিয়ে যা ইচ্ছা করানো হবে৷ আর সেটাই হয়েছে৷

তিনি আরও বলেন, শুধু শ্রীলঙ্কা নয়, বাকি দেশগুলিকেও ঋণের ফাঁদে ফেলতে সফল চিন৷ তবে সম্প্রতি ভারত কিছুটা নড়েচড়ে বসে৷ উত্তর শ্রীলঙ্কায় দুটো ছোট দ্বীপে চিন পাওয়ার কমপ্লেক্স তৈরি করার জন্য টেন্ডার পেয়ে গিয়েছিল৷ কিন্তু, ভারতের দাবি মেনে সেখান থেকে তারা পিছিয়ে আসে৷ যদিও সেখানে ভারতের নাম নেওয়া হয়নি৷ বলে হয়েছিল, তৃতীয় পক্ষের প্রতিবাদে তারা পিছিয়ে এসেছে৷ এদিকে গত তিন মাসে ভারতও তার পেশি শক্তি দেখিয়েছি৷ বিগত দিনে ব্রহ্মস-এর ১০ থেকে ১২ টি মিসাইল পরীক্ষা করেছে নয়াদিল্লি৷ তাছাড়া লাদাখে খুব ভালোভাবে ভারতের অবস্থান দেখেছে চিন৷

অন্যদিকে, শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু ভারত৷ চিন পা ফেলছে অত্যন্ত মেপে৷ ভারত এমনকী বাংলাদেশও শ্রীলঙ্কাকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছে৷ সেখানে চিনের কোনও নাম নেই৷ অনুদান নয়, তারা শুধু চড়া সুদে ঋণ দিয়েই ক্ষান্ত হয়েছে৷