নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এক খুদের মাছ ধরার টেকনিক দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। ওইটুকু একটা ছেলে মাছ ধরার এমন কৌশল কোথা থেকে শিখল, সেই নিয়ে নেটিজেনদের মনে প্রশ্নের শেষ নেই। খুদের ভাইরাল হওয়া মাছ ধরার টেকনিকের ভিডিও নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন বিশিষ্ট শিল্পপতি আনন্দ মহিন্দ্রা।
শিল্পপতি আনন্দ মহিন্দ্রার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, মাছ ধরার জন্য নদীর ধারে একটি যন্ত্র নিয়ে আসে এক বালক। নদীর ধারে প্রথমে যন্ত্রটিকে ভালোভাবে বসায়। এরপর খুদে সুতোয় মাছের খাবার গেঁথে তা নদীতে ছুঁড়ে দেয়। তারপর ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর নদীর ধারে বসানো যন্ত্রটিকে নড়তে দেখা যায়। এরপর ওই বালক যন্ত্রের সাহায্যে সুতোটাকে টেনে নিয়ে আসে। সুতোর সঙ্গে উঠে আসে মাছ। নদীতে থেকে সুতোটা তুলতেই দেখা যায় ওই বালকটি একসঙ্গে বড় মাপের দুটো মাছ ধরেছে।
ওই বালকের মাছ ধরার কৌশল রীতিমতো ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই বালকের বুদ্ধির প্রশংসা করেছে। অনেকেই আবার বলেছেন, মাছ ধরার সময় এই ধরনের কৌশল তাঁরা প্রয়োগ করার চেষ্টা করবেন। শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এই ভিডিও শেয়ারের পাশাপাশি লেখেন, ‘কোনও সাফল্যের জন্য প্রয়োজন দু’টো জিনিসের। এক প্ল্যানিং আর দ্বিতীয় হচ্ছে ধৈর্য। এই দুটো জিনিসকে একসঙ্গে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে।’ এই ছোট বালকটি তার বড় প্রমাণ বলে তিনি মনে করেছেন। তবে ওই ছোট্ট বালকটির পরিচয় বা খুদেটি কোথায় থাকে তা জানা যায়নি।