বিমানে উঠতে না পেরে ‘প্যানিক অ্যাটাক’ মহিলার, সমালোচনার মুখে সাফাই এয়ার ইন্ডিয়ার

বিমানে উঠতে না পেরে ‘প্যানিক অ্যাটাক’ মহিলার, সমালোচনার মুখে সাফাই এয়ার ইন্ডিয়ার

নয়াদিল্লি: বিমানবন্দরে পৌঁছতে খানিক দেরি হয়ে গিয়েছিল তাঁর৷ বিমানে উঠতে পারেননি তিনি৷ বিমানে উঠতে পারবেন না জানতে পেরেই প্যানিক অ্যাটাক হয় এক মহিলার৷ বিমানবন্দরের মাটিতেই লুটিয়ে পড়েন তিনি৷ দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া। যদিও এয়ার ইন্ডিয়ার দাবি, ওই যাত্রী অসুস্থ হতেই চিকিৎসককে ডাকা হয়৷ প্রাথমিক চিকিৎসার পরেই তিনি ঠিক হয়ে যান বলে দাবি৷ 

আরও পড়ুন- পেলেন কি জীবনবীমার আইপিও? লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হল কিনা জেনে নিন এইভাবে

ঘটনাটি ৫ মে’র৷ বিপুল ভিমানি নামে এক ব্যক্তি ওই মহিলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ তিনি জানান, ওই দিন ভোর চারটের ঘটনা৷ ওই মহিলা তাঁর আত্মীয়া৷ ওই দিন এয়ার ইন্ডিয়ার  বিমান ধরতে তাঁকে নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। আত্মীয়ার হৃদপিণ্ডের সমস্যা রয়েছে৷ পাশাপাশি তিনি ডায়াবেটিসের রোগী। বিপুলের অভিযোগ, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থ্রি-এর ভিতর ঘটনাটি ঘটে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৮২৩ বিমান উড়ানের কিছুক্ষণ আগে পৌঁছন তাঁরা৷ কিন্তু ততক্ষণে নিয়ম মেনে বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয়েছে৷ সেটা দেখেই আতঙ্কে ওই মহিলা মেঝেতে পড়ে যান। এমনকী তাঁর পরিবারের দাবি, উড়ান সংস্থার তরফে কোনও সহায়তা করা হয়নি।

যদিও এই দাবি মানতে নারাজ এয়ার ইন্ডিয়া৷ তাদের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে তথ্যগত ভুল রয়েছে৷ যাত্রীদের স্বাচ্ছন্দ্য, সুরক্ষা এবং সময় মেনে বিমান উড়ানের উপর সর্বদাই গুরুত্ব দেয় এয়ার ইন্ডিয়া৷ ওই মহিলা অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সিআইএসএফ কর্মী এবং চিকিৎসকদের ডেকে আনা হয় বলেই এয়ার ইন্ডিয়ার দাবি৷