নয়াদিল্লি: যুদ্ধের দামামা বেজে গিয়েছে। রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের ওপর। পালটা আক্রমণ করতে পিছপা হচ্ছে না ইউক্রেনের সেনাও। কিন্তু এতে কার কী লাভ? বরং ক্ষতি অনেক। রাশিয়া আপাতত সেটা না বুঝতে চাইলেও ইউক্রেন কিন্তু বুঝে গিয়েছে। তাই যুদ্ধ থামাতে তারা বেশি তৎপর। এই অবস্থায় ইউক্রেন স্মরণ করল ভারতকে! তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারেন এই যুদ্ধ পরিস্থিতি থামাতে।
আরও পড়ুন- রাশিয়ান হামলায় মৃত্যু বাড়ছে! হেল্পলাইন চালু করল ভারত
নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা দিয়েছেন যাতে তিনি দুই দেশের মধ্যে মধ্যস্থতায় উদ্যোগী হন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে তিনি নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। তাঁর কথায়, রাশিয়া-ইউক্রেন সঙ্কট নিয়ন্ত্রণে নয়াদিল্লি সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে। ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এমনিতেই ভালো। বিশ্বের অন্যান্য নেতাদের কথা তিনি জানেন না, তবে ইউক্রেনের রাষ্ট্রদূত মনে করেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতা একমাত্র ভারতের প্রধানমন্ত্রীই পারবেন। প্রথম থেকেই এই ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমেরিকা। কিন্তু ভারত এখনও পর্যন্ত সেই অর্থে কোনও পক্ষ নেয়নি। আলোচনার মাধ্যমে সুরাহা চায় মোদীর সরকার। তাই ইউক্রেনের রাষ্ট্রদূতের এই আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে।
উল্লেখ্য, ক্রাইমিয়া যুদ্ধের ইতি টেনে দীর্ঘস্থায়ী শান্তি ও সুস্থিতির লক্ষ্যে ২০১৪-১৫ সালে দু’দফায় শান্তিচুক্তি সাক্ষর করেছিল রাশিয়া এবং ইউক্রেন। বেলারুশের রাজধানী মিনস্কে হয়েছিল সেই চুক্তি৷ ভারত-সহ বিভিন্ন দেশ ইতিমধ্যেই সেই চুক্তির প্রতি দায়বদ্ধতা বজার রাখার আবেদন জানিয়েছে মস্কোর কাছে। কিন্তু আগ্রাসী মনোভাব থেকে সরে আসেননি পুতিন৷ বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেন সীমান্তে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেউ ইউক্রেনে মারা গিয়েছে প্রায় ৫০ জন।