ধারাল ছুরি নিয়ে ভয় দেখিয়ে দিদির নগ্ন ভিডিও, ধর্ষণ দুই ভাইয়ের

ধারাল ছুরি নিয়ে ভয় দেখিয়ে দিদির নগ্ন ভিডিও, ধর্ষণ দুই ভাইয়ের

মুম্বই:  সংবাদের শিরোনামে মাঝে মাঝে এমন খবর উঠে আসে শিউরে উঠতে হয়। মানুষকে বিশ্বাস করতে ভয় করে। গা হাত পা শিউরে ওঠে। ধর্ষণের নৃশংসতা, বিকৃত যৌন লালসাকে মানুষকে অমানুষ করে দিচ্ছে। মুম্বইয়ের ধারভিতে ধর্ষণের ঘটনায় মানুষের বিশ্বাসকে টলিয়ে দিয়েছে। দিদিকে ধর্ষণের অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। ধারাল চাকুর ভয় দেখিয়ে দুই ভাই ধর্ষণ দিদিকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যে দুই ভাইকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্ত আগে ধারাভিতে থাকত। বর্তমানে দুই ভাই ভিলে পার্লে থাকেন। সম্প্রতি ধারভিতে গিয়ে তরুণীকে ছুরি নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় বাড়িতে তরুণী একা ছিল। মুম্বই পুলিশ জানিয়েছে, প্রথমে ছুরি দেখিয়ে তরুণীকে নগ্ন হতে বাধ্য করে দুই অভিযু্ক্ত ভাই করে। তার ভিডিও করে। তারপর তরুণীকে দুই ভাই মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। বাইরে কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলেও অভিযু্ক্তরা তরুণীকে হুমকি দেন। 

খবর প্রকাশ্যে আসতেই চোখ কপালে প্রতিবেশীদের। দুই ভাইকে তাঁরা ছোট থেকে দেখেছেন। তারা কী করে এধরনের কাজ করতে পারেন। প্রতিবেশীরা বলছেন, এবার থেকে কোনও সম্পর্ককে আর বিশ্বাস করা যাবে না। মুম্বই পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই এলাকায় ১০০টির বেশি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো খতিয়ে দেখে, স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযুক্তদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। তারপরে ভিল পার্লের বাড়ি থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। 

অভিযুক্ত দুই তরুণের বিরুদ্ধে ধারভি থানায় গণধর্ষণের মামলা রজু করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনেও দুই জনের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে দুই অভিযুক্তকে ধারভি থানায় গ্রেফতারের পরে রাখা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =