BREAKING: ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

BREAKING: ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

আগরতলা: ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তাঁর আচমকা ইস্তফা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে৷ গত বিধানসভা নির্বাচনে নুতুন মুখ দাঁড় করিয়েছিল বিজেপি৷ বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি৷ মুখ্যমন্ত্রী করা হয় বিপ্লব দেবকে৷ কিন্তু, আজ আচমকাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি৷ ত্রিপুরার রাজ্যপালের কাছে ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বিপ্লব৷ 

আরও পড়ুন- বহুতলে পুড়ে ছাই ২৬টি প্রাণ, ছড়িয়ে-ছিটিয়ে দেহাংশ, রাজধানীর বাতাসে পোড়া লাশের গন্ধ!

বিপ্লব দেব কেন আচমকা ইস্তফা দিলেন, তা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল৷ ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, কার হাতে ন্যাস্ত হবে রাজ্যেই ভার, তা এখনও স্পষ্ট নয়৷ বিপ্লব দেবের হঠাৎ ইস্তফায় অস্থির অবস্থা আগরতলায়৷ এদিকে, বিপ্লব দেব ইস্তফা দিতেই আজ শনিবার বিকেল পাঁচটায় বিজেপি’র পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে৷ ওই বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে রয়েছেন মানিক সাহা৷  কেউ কেউ বলছেন জনজাতি ভোটব্যাঙ্ককে নজরে রেখে উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মাকে মুখ্যমন্ত্রী করতে পারে বিজেপি।

এদিকে বিপ্লব দেব তাঁর ইস্তফা পত্রে পদত্যাগের কোনও কারণ উল্লেখ করেননি৷ এক লাইনের চিঠিতে রাজ্যপালকে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন৷ আজ থেকেই তা কার্যকর হবে৷ তাঁর এই ইস্তফা ঘিরেই শুরু হয়েছে চরম রাজনৈতিক জল্পনা৷ কেন্দ্রীয় নেতত্বের পাশাপাশি ত্রিপুরায় বিজেপি’র যে অবজার্ভাররা এই বিষয়টি দেখবেন৷ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপি’র জেনারেল সেক্রেটারি বিনোদ তাওড়েকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে৷ তাঁরা ইতিমধ্যেই আগরতলায় পৌঁছে গিয়েছেন৷ 

চূড়ান্ত উত্তাল পরিস্থিতির মধ্যেও ইস্তফা নিয়ে নিশ্চুপ বিপ্লব দেব৷ তিনি যে আজ ইস্তফা দেবেন তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি৷ পরশুদিন রাত পর্যন্ত উপমুখ্যমন্ত্রী ছেলেকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল৷ তাতে মনে করা হচ্ছিল, উপমুখ্যমন্ত্রী হয়তো ইস্তফা দেবেন৷ কিন্তু তেমনটা কিছুই ঘটেনি৷ বরং সকলকে চমকে দিয়ে ইস্তফা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ এ সম্পর্কে দলের তরফেও এখও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

প্রসঙ্গত, এর আগে একাধিকবার বিপ্লব দেবের পদত্যাগের দাবি উঠেছিল৷ বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপি’তে থাকার সময় বিপ্লব জানিয়েছিলেন রাজ্যের মানুষ চাইলে তিনি সরে দাঁড়াবেন৷ সেই সময় রাতের পর রাত তাঁর বাসভবনে বৈঠক হয়৷ এবং দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় বিপ্লব দেবই মুখ্যমন্ত্রী থাকবেন৷ কিন্তু এর পর আর তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি৷ তাহলে হঠাৎ করে কেন তিনি ইস্তফা দিলেন, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে৷