দিল্লির তাপমাত্রা পৌঁছল ৪৯ ডিগ্রিতে, স্থানীয়দের বাড়িতে থাকার পরামর্শ

দিল্লির তাপমাত্রা পৌঁছল ৪৯ ডিগ্রিতে, স্থানীয়দের বাড়িতে থাকার পরামর্শ

নয়াদিল্লি: চলতি বছরে গ্রীষ্মকালের শুরু থেকেই তাপমাত্রা এবং দাবদাহের নিত্য নতুন রেকর্ড গড়ছে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি। এক্ষেত্রে সর্বাগ্রে উল্লেখ করতে হয় রাজধানী দিল্লির কথা। রাজধানীতে গ্রীষ্মকাল পড়তে না পড়তেই অর্থাৎ এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে লাগামছাড়া হারে। প্রায় প্রতিদিনই বিগত কয়েক দশকের সমস্ত রেকর্ড ভেঙেছে দিল্লির তাপমাত্রা। সেই ধারা বজায় থাকল সোমবারও। জানা যাচ্ছে, রবিবার থেকেই দিল্লি এবং উত্তর প্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তীব্র গরম এবং প্রবল দাবদাহে কার্যত ঝুঁকিপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে দিল্লি এবং তৎসংলগ্ন এলাকায়। এর জেরে এই সমস্ত এলাকার বাসিন্দাদের রবিবার থেকেই বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি মাসের শুরু থেকেই দিল্লির অধিকাংশ এলাকার তাপমাত্রাই ছুঁয়েছে ৪৫ ডিগ্রির গণ্ডি। রবিবারও দিল্লি, সফদরগঞ্জের তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে  বর্তমানে এটাই রাজধানী দিল্লি সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেসপুর, দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজাফগড়ের তাপমাত্রা বেড়ে হয়েছে যথাক্রমে  ৪৯.২ ডিগ্রি এবং ৪৯.১ ডিগ্রি। এখনও পর্যন্ত এটাই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা।

অন্যদিকে দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের বান্দা জেলার বুন্দেলখন্ডেও তাপমাত্রা ৪৯ ডিগ্রিতে পৌঁছায় রবিবার, যা উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বান্দা জেলায় এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা  তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ১৮ বছর আগে ১৯৯৪ সালের মে মাসে।

অন্যদিকে তাপমাত্রার নিরিখে দিল্লি, উত্তরপ্রদেশের পরেই অবস্থান করছে রাজস্থান। রাজস্থানের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪৭.২ থেকে ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এক্ষেত্রে এগিয়ে রাজস্থানের শ্রী গঙ্গানগর এবং ঝাঁসি (৪৭.৬), নারনৌল (৪৭.৫), খাজুরাহো এবং নওগং (৪৭.৪) এবং হিসার (৪৭.২)।

তবে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান ছাড়াও উত্তর এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং বিহারের বেশ কয়েকটি জায়গায় সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫.১ ডিগ্রি বেশী। এছাড়াও আইএমডি জানিয়েছে, পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমপক্ষে ৩.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫.০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল গত মাসে অর্থাৎ এপ্রিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =