পেগাসাস মামলায় চূড়ান্ত রিপোর্ট কবে? সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

পেগাসাস মামলায় চূড়ান্ত রিপোর্ট কবে? সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

5df34e4ff9ac88c8f64ffe26fe0b3d97

নয়াদিল্লি: পেগাসাস মামলায় চাঞ্চল্যকর মোড়। আগামী মাসে অর্থাৎ ২০ জুনের মধ্যেই পেশ করতে হবে চূড়ান্ত রিপোর্ট। শুক্রবার এই মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিল প্রধান বিচারপতি এন ভি রমানার বেঞ্চ। জানা যাচ্ছে শুক্রবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট পেশের জন্য বাড়তি সময় চেয়ে একটি আবেদন করেছে টেকনিক্যাল কমিটি। সেই আবেদন মঞ্জুর করে আগামী এক মাসের মধ্যে একটি চূড়ান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।

এদিনই মামলার শুনানিতে  আদালতকে জানানো হয়  টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়ায় যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা যাচাই করতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। সুপ্রিম কোর্টে সম্প্রতি এই আবেদনটি করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের তিন সদস্যের এক কমিটি। প্রসঙ্গত এই  আর ভি রবীন্দ্রনের নেতৃত্বেই দিন কয়েক আগে পেগাসাস নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট।  সেই আবেদন মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি এন ভি রমনা।

অন্যদিকে জানা যাচ্ছে পেগাসাস মামলায় এদিন সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে, মোট ২৯টি মোবাইল ফোন পরীক্ষা করছে টেকনিক্যাল কমিটি। এই পরীক্ষার কাজ আগামী চার সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে কয়েকজন সাংবাদিকেরও বয়ান রেকর্ড করার কাজ শুরু হয়েছে বলে আদালত সূত্রে খবর।

পেগাসাস স্পাইওয়্যারকে কাজে লাগিয়ে দেশের নাগরিকদের ফোনে সত্যিই আড়ি পাতা হচ্ছে কিনা তাই নিয়েই তদন্ত করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন হয়েছিল। রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের মতো একাধিক ভিআইপিদের ফোনে এই প্রযুক্তির সাহায্যে আড়ি পাতা হত বলে অভিযোগ। সেই বিষয়েই বিস্তারিত তদন্ত করতে এবং এই স্পাইওয়্যারের প্রযুক্তিগত দিকটি খুঁটিয়ে দেখতে বিশেষজ্ঞের একটি বিশেষ টেকনিক্যাল কমিটিও তৈরি হয়। এই টেকনিক্যাল কমিটিকেই আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *