২৬টি দেশের পতাকা চিনিয়ে বিশ্ব রেকর্ড ১৪ মাসের খুদের, কুর্নিশ নেটিজেনদের

২৬টি দেশের পতাকা চিনিয়ে বিশ্ব রেকর্ড ১৪ মাসের খুদের, কুর্নিশ নেটিজেনদের

নয়াদিল্লি: ১৪ মাস বয়সে একটা শিশু কী করে? খুদে পায়ে হেঁটে সারা বাড়ি ঘুরে বেড়ায়। আর মিষ্টি আধো আধো কথায় সারা বাড়ি ভুলিয়ে রাখে। কিন্তু ১৪ মাস বয়সের একটা শিশু যদি তিন মিনিটে ২৬ পতাকা চিনে দেখায়! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ১৪ মাসের আশ্চর্য বালক মাত্র তিন মিনিটে ২৪টি দেশের পতাকা চিনে বিশ্ব রেকর্ড করেছে। মধ্যপ্রদেশের এই খুদেটি দেশের সর্বকনিষ্ঠ ও বিশ্বের দ্বিতীয় ‘গুগল বয়’। ইতিমধ্যে এই খুদে ‘ওয়ার্ল্ড অফ রেকর্ড’-এ নাম তুলছে। বর্তমানে ১৪ মাসের এই শিশুটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। 

১৪ মাসের ওই খুদের নাম যশস্বী এস মিশ্র। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ওই খুদের বয়স ছিল এক বছর দুই মাস। এই বয়সেই তার ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে লন্ডনে নাম ওঠে। যদিও তার আগেই যশস্বী গুগল বয় হিসেবে খ্যাতি অর্জন করেছিল। মাত্র ১৪ মাস বয়সে খ্যাতির শিরোনামে যশস্বী। তার এমন বিস্ময়কর প্রতিভা দেখে অবাক নেটিজেনরা।

যশস্বীর পরিবারের তরফে জানানো হয়েছে, তার এখনও কথা সম্পূর্ণ ফোটেনি। আধো আধো কথাতেই বুঝতে হয় সব কিছু। কিন্তু বিভিন্ন দেশের জাতীয় পতাকা নিয়ে তার প্রথম থেকেই খুব আগ্রহ। যশস্বীর বাবা একটি সংস্থার মুখপাত্র। মা পেশায় আইনজীবী। ছেলের বিভিন্ন দেশের জাতীয় পতাকা নিয়ে আগ্রহ দেখে বাবা-মা তাকে চেনাতে সাহায্য করে। ছোট্ট শিশুটি আগ্রহের বসে জাতীয় পতাকা চিনতে চিনতে বিশ্বরেকর্ড করে ফেলে। মাত্র তিন মিনিটেই ২৬টি দেশের জাতীয় পতাকা চিনে বিশ্ব রেকর্ড করেছে। দেশের কনিষ্ঠ ‘গুগল বয়’এর শিরোপা এখন খুদের মাথায়। পরিবারের তরফে জানানো হয়েছে, বর্তমানে তাঁরা মধ্যপ্রদেশে বাস করলেও আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা।    

যশস্বীর বাবা মা জানিয়েছে, সে আরও বেশি করে বিভিন্ন দেশের পতাকা চিনতে চায়। এরজন্য তার নিয়মিত অনুশীলন চলছে। সেই অনুশীলনের দায়িত্ব বাবা-মাই নিয়েছেন। এমন প্রতিভা দেখে নেটিজেনরা কুর্নিশ জানিয়েছে। খুদে মাত্র ১৪ মাস বয়সে যা করে দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =