‘আমি স্তম্ভিত, চিন্তিত’, সলমন রুশদির ঘটনায় ‘ভয় পাচ্ছেন’ তসলিমা

‘আমি স্তম্ভিত, চিন্তিত’, সলমন রুশদির ঘটনায় ‘ভয় পাচ্ছেন’ তসলিমা

b3afa1e2a494bed1a0a4ea29886a972a

নয়াদিল্লি: নিউইয়র্কে হামলার শিকার হয়েছেন ৭৫ বছর বয়সি বুকারজয়ী লেখক সলমন রুশদি। জানা গিয়েছে, ২০ সেকেন্ডের মধ্যে তাঁকে অন্তত ১০-১৫ বার ছুরি দিয়ে কোপানো হয়েছে।আপাতত তিনি হাসপাতালে ভেন্টিলেটরে আছেন বলেই জানা গিয়েছে। এই ঘটনায় অবাক হয়েছেন অন্য এক বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। টুইট করে তিনি জানিয়েছেন, এই ঘটনা তাঁকে স্তম্ভিত করেছে। কার্যত তিনি যে ভয় পাচ্ছেন, তাও ব্যক্ত করেছেন লেখিকা।

আরও পড়ুন: ন্যান্সির সফর শেষেই তাইওয়ানকে ‘বিপজ্জনক অঞ্চল’ ঘোষণা চিনের, আকাশসীমায় ঢুকল ২৭টি যুদ্ধবিমান

নিউইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় সলমন রুশদিকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এই ঘটনা সম্পর্কে তসলিমা টুইটে লিখেছেন, ”জানতে পেরেছি যে সলমান রুশদির ওপর নিউইয়র্কে হামলা হয়েছে। আমি সত্যিই স্তম্ভিত। আমি কখনই ভাবিনি এমনটা ঘটবে। তিনি পশ্চিমে বসবাস করে আসছেন, ১৯৮৯ সাল থেকে তাঁকে সুরক্ষা দেওয়া হচ্ছে। যদি তাঁকে আক্রমণ করা যেতে পারে, তাহলে ইসলামের সমালোচনা করা যে কাউকে আক্রমণ করা হতে পারে। আমি চিন্তিত।” আসলে রুশদির মতো তসলিমা নিজেও ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন লেখনী নিয়ে। তাঁর নিজের দেশ তাঁকে ঠাই দেয়নি। পালিয়ে বেড়াতে হয়েছে বহু বছর, ঠিক রুশদির মতো। তাই তাঁর এমন অনুভূতি হওয়া স্বাভাবিক।

নিউইয়র্ক পুলিশ সূত্রে খবর, মঞ্চে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করানো হচ্ছিল রুশদিকে। সেই সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দুষ্কৃতী। কয়েক সেকেন্ডের মধ্যেই কমপক্ষে ১০ থেকে ১৫ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাঁকে। ক্রমাগত ঘাড়ে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। এও শোনা গিয়েছে, তাঁর একটি চোখ নষ্ট হয়ে জেতে পারে। কিন্তু আপাতত তিনি কেমন আছেন, তা জানা যায়নি হাসপাতালের তরফ থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *