নয়াদিল্লি: কিছুদিন আগেই তৃণমূলের জাতীয় মুখপাত্র সাখেত গোখেলকে গ্রেফতার করা হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, গুজরাটের মৌরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়া নিয়ে একটি টুইটের জেরে সাকেতকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন অবশেষে জামিন পেয়েছেন তিনি। বৃহস্পতিবার টুইটারে তাঁর জামিনের খবর জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘ভুয়ো খবর’ রটানোর অভিযোগে সাকেতকে গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন- শীঘ্রই বাংলায় আসছে বন্দে ভারত এক্সপ্রেস! কোন রুটে চালানো হবে? জানিয়ে দিলেন সাংসদ
আগেই ডেরেক টুইট বার্তায় জানিয়েছেন, সোমবার নয়াদিল্লি থেকে জয়পুরের বিমান ধরেছিল সাকেত। ও যখন নামে, তখন রাজস্থানের বিমানবন্দরে অপেক্ষা করছিল গুজরাট পুলিশ এবং তাকে তুলে নেওয়া হয়। তিনি জানিয়েছেন, রাত ২টোর সময় সাকেত তাঁর মাকে ফোন করে জানান, পুলিশ তাঁকে আমদাবাদ নিয়ে যাচ্ছে। এদিকে গুজরাট পুলিশের বক্তব্য, প্রধানমন্ত্রীর মোরবী পরিদর্শন নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন সাকেত গোখেল। আসলে তৃণমূল মুখপাত্রের দাবি ছিল, মোদীর মোরবীর ঘটনাস্থল পরিদর্শনের জন্য গুজরাত সরকার ৩০ কোটি টাকা খরচ করেছিল এদিকে সেতু ভেঙে মৃত ১৪০ জনের পরিবারকে যা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, তা ছিল সেই টাকার ছ’গুণ কম। যদিও পুলিশের দাবি, নিজের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে সাকেত ভুয়ো নথি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
তবে সাখেত গোখেলের গ্রেফতারি নিয়ে সাংসদ ডেরেক ও ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। নেত্রীর কথা ছিল, কেন্দ্রীয় সরকার প্রতিহিংসামূলক পদক্ষেপ করেছে। তাঁর বিরুদ্ধেও অনেক টুইট হয় কিন্তু এমন কোনও ঘটনা হয় না বাংলায়।