কলকাতা: সংসদের বাদল অধিবেশন ১২ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও, তা ৮ আগস্ট শেষ করে দেওয়া হয়েছে। এই নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইট করে লিখেছেন যে সরকার পালিয়ে যাচ্ছে আলোচনা থেকে। কিন্তু কেন তা নিয়ে কিছু বলতে পারেননি তিনি। কিন্তু এখন বললেন। মঙ্গলবার তাঁর বক্তব্য, বিহারের সঙ্কট বুঝতে পেরেই আগে অধিবেশন শেষ করে পালিয়ে গিয়েছেন মোদী-শাহ।
আরও পড়ুন- পাকিস্তানে রয়েছেন মোদীর এক বোন, প্রতি বছর আসে রাখি-মিষ্টি, জানেন কে?
ডেরেক এদিন টুইটে লিখেছেন, ”বিহারের রাজনীতি, আরেকটি বড় কারণ, নরেন্দ্র মোদী ও অমিত শাহ পালিয়ে গেলেন এবং সংসদের বাদল অধিবেশন বন্ধ করে দিলেন চার দিন আগেই।” যদিও তৃণমূলের এই খোঁচার পাল্টা দিয়েছে বিজেপিও। নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, আর কয়েক বছরের মধ্যেই বোঝা যাবে কে বা কারা পালিয়ে গেলেন। যাই হয়ে যাক, ২০২৪ সালে নরেন্দ্র মোদীই যে লালকেল্লা থেকে ১৫ আগস্টের পতাকা তুলবেন তা নিশ্চিত। তাঁদের আরও বক্তব্য, গোটা দেশ জুড়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই দুর্নীতিগ্রস্থ দলগুলি ভয় পাচ্ছে।
Another big reason why PM @narendramodi and @AmitShah ran away and SHUT DOWN #ParliamentMonsoonSession FOUR DAYS EARLY https://t.co/JjOq1toBky
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) August 9, 2022
উল্লেখ্য, ভেঙ্গে গিয়েছে বিজেপি এবং জনতা দল তথা জেডিইউ জোট। বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করার পরেই মঙ্গলবার দুপুরে একথা সরকারি ভাবে জানান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নীতীশ মঙ্গলবার দুপুরে রাজ্যপালের কাছে বিহার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে এসেছেন। ফলে বিহারের রাজনীতিতে এই মুহূর্তে উঠেছে বিতর্কের ঝড়। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, নীতীশের এই সমর্থন প্রত্যাহার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বড় একটা ধাক্কা।