পানাজি: বাংলার বিধানসভা নির্বাচনে জেতার পর বিজেপি শাসিত একাধিক রাজ্যে পা দিয়েছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে অন্যতম গোয়া। সেখানে এবার ভোটে লড়াই করেছে তারা, আজ তার ফল। গোয়া জেতার লক্ষ্য তো ছিলই, কিন্তু সেই লক্ষ্য যে একবারে পার করা সম্ভব না তা প্রায় স্পষ্ট। কিন্তু নতুন অধ্যায়ের সূচনা তো হতেই পারে। সেই দিকেই কি এগোচ্ছে বাংলার শাসক দল? শেষ পাওয়া খবর অনুযায়ী, গোয়ায় ৫ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও সবথেকে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। বুথ ফেরত সমীক্ষায় এই ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ধাক্কা শেয়ার বাজারে, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স
প্রায় ৩ মাস ধরে গোয়ার সংগঠন নিয়ে কাজ করছে তৃণমূল কংগ্রেস। বারংবার গোয়া গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। একাধিক কর্মসূচি পালন করা হয়েছে, অনেক জনপ্রিয় মুখ নাম লিখিয়েছে তৃণমূলে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে, গোয়ায় জেতা বড় কথা নয়, অতি কম সময়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়াই আসল ব্যাপার। ঘাসফুল শিবির হয়তো সেই কাজটা করতে পেরেছে। বুথফেরত সমীক্ষার আভাস, ত্রিশঙ্কু হতে চলেছে গোয়া বিধানসভা। সেই পরিস্থিতিতে বিধায়ক কেনা-বেচা হতেই পারে বলে আশঙ্কা। এইভাবে এর আগে একাধিক রাজ্যে সরকার পড়তে দেখা গিয়েছে। গোয়া নিয়ে সেই ভয়টাই পাচ্ছে কংগ্রেস। কর্ণাটক, মদ্যপ্রদেশ তাদের এভাবেই হাতছাড়া হয়েছিল। একই আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেসও।
অনেকেই মনে করছেন যে, গোয়াতে ‘কিং মেকার’ হতে পারে তৃণমূল এবং তার সঙ্গে থাকছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। যে কোনও আসন পাওয়ার পরেই যে তাদের বিধায়কদের নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই গণনা শুরু হয়ে গিয়েছে। তাই আগামী কয়েক ঘণ্টা গোটা দেশের চোখ থাকবে গোয়ার দিকেই।