নূপুর শর্মার ছবি পোস্টের জেরে খুনের হুমকি, গ্রেফতার ৩ জন

নূপুর শর্মার ছবি পোস্টের জেরে খুনের হুমকি, গ্রেফতার ৩ জন

178744da2c86216f02baa2f8800269cb

সুরাট: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে উত্তাপ সৃষ্টি করেছিলেন বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা। খোদ সুপ্রিম কোর্ট তাঁকে এই ইস্যুতে ধমক দিয়েছিল। স্পষ্ট বলেছিল, দেশজুড়ে যে হিংসার ঘটনা ঘটেছে তার জন্য তিনিই দায়ী। কিছু দিন আগে রাজস্থানের উদয়পুরে এক ব্যবসায়ীকে গলা কেটে খুন করা হয় কারণ তিনি নূপুর শর্মার সমর্থন করেছিলেন। সেই ঘটনাতেও দেশের শীর্ষ আদালত নূপুরকেই দায়ী করেছিল। এবার গুজরাটের এক ব্যবসায়ী তাঁকে সমর্থন করার জন্য পেলেন খুনের হুমকি। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিন জন।

আরও পড়ুন- দান বদলে শিন্ডেকে মুখ্যমন্ত্রী! এক ঢিলে একাধিক পাখি মারল বিজেপি!

পুলিশ সূত্রে খবর, সুরাটের এক বিনোদন পার্ক ব্যবসায়ী নিজের সোশ্যাল মিডিয়াতে নূপুর শর্মার একটি ছবি পোস্ট করেছিলেন। তার জেরেই তাঁকে হুমকি দেওয়া হয়েছে খুনের। এই অভিযোগ তুলেই তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ, তাঁকে সাতজন খুনের হুমকি দিয়েছে। এখনও পর্যন্ত তিনজন এই ঘটনায় গ্রেফতার হয়েছে বলে খবর, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তরা হল, মহম্মদ আয়ান আতসবাজিওয়ালা, রশিদ ভুরা এবং এক মহিলা আলিয়া মহম্মদ। প্রত্যেকেই সুরাটের বাসিন্দা। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬ ও ৫০৭ ধারায় মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগকারী ব্যবসায়ী জানিয়েছেন, ভুল করে পোস্ট করা সেই ছবি পরে ডিলিট করে দেন তিনি। কিন্তু তার মধ্যে তাঁর কাছে চলে আসে খুনের হুমকি।

প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য সমর্থন করার অপরাধে রাজস্থানে এক দর্জিকে গলা কেটে হত্যা করা হয়। রিয়াজ আটারি ও মহম্মদ ঘাউস এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে কিছুদিন আগেই। তাদের সঙ্গে পাক জঙ্গিগোষ্ঠী বা আইসিসের যোগ আছে বলে অনুমান করা হচ্ছে। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই আবার একই রকম কাণ্ড। এবার অবশ্য খুন হওয়া থেকে বেঁচেছেন ওই ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *