নয়াদিল্লি: কয়লাকাণ্ডে ইনফরসমেন্ট ডিরেক্টর বা ইডি একাধিকবার তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে। দিল্লির সদর দফতরে দীর্ঘক্ষণ জেরা করা হয় অভিষেককে। কিন্তু কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে না কেন বলে প্রশ্ন করল সুপ্রিম কোর্টের বিচারপতি।
এই প্রসঙ্গে ইডির আধিকারিক সুপ্রিম কোর্টে জানিয়েছে, কলকাতায় তৃণমূল সাংসদকে জেরা করলে নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে। যদিও সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা নিয়ে ইডির চিন্তা করার কোনও কারণ নেই। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কলকাতায় ইডির আধিকারিকদের নিরাপত্তা দেওয়া নির্দেশ দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবা করতে যাতে ইডির কোনও সমস্যা হয়, সেই বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হবে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, কলকাতায় জেরা করা হলে তৃণমূল সাংসদের তরফে তদন্তককারী সংস্থাকে সব ধরনের সহযোগিতা করা হবে। এই বিষয়ে জবাব দিতে ইডি ১৭ মে পর্যন্ত সময় চেয়েছে বলে জানা গিয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার কাণ্ডে ইডির তদন্তে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। ইতিমধ্যে দিল্লির সদর দফতরে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যয়কে দীর্ঘক্ষণ জেরা করে। অভিষেকের স্ত্রী রুজিয়া বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে ইডি একাধিকবার নোটিশ পাঠায়। তবে এখনও পর্যন্ত রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডির জেরার মুখোমুখি হয়নি। ইডির তরফে জানানো হয়েছে, অভিষেকের স্ত্রী রুজিরা ও শ্যলিকা মেনকা গম্ভীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবৈধ কয়লা পাচারের টাকা ঢুকেছে বলে। কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে, অনুপ মাঝি মারফত সেই টাা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে এসেছে। তদন্তকারী সংস্থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় জেরা করার আবেদন করেছিল। কিন্তু ইডি রাজি হয়নি। এরপরেই তৃণমূল সাংসদ সুপ্রিম কোর্টে হাজির হয়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট।