ইতিহাস সৃষ্টি সুপ্রিম কোর্টের, প্রথমবার মামলার সরাসরি সম্প্রচার

ইতিহাস সৃষ্টি সুপ্রিম কোর্টের, প্রথমবার মামলার সরাসরি সম্প্রচার

নয়াদিল্লি: অনেক মামলার ঐতিহাসিক রায় দিয়েছে বা দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু এবার আদালত নিজেই ইতিহাস সৃষ্টি করল। মঙ্গলবার প্রথমবারের জন্য সাংবিধানিক বেঞ্চে মামলার সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিম হল। প্রধান বিচারপতি ইউইউ ললিতের হস্তক্ষেপে শুরু হয় সেই প্রক্রিয়া। প্রথম দিনেই তিনটি পৃথক মামলার শুনানির লাইভ সম্প্রচার হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।

আরও পড়ুন- দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী, মৃত্যু চিন্তা বাড়াচ্ছে

সুপ্রিম কোর্টে শুনানির সরাসরি সম্প্রচারের দাবি বেশ কয়েক বছর আগেই উঠেছিল। ২০১৮ সালে দেশের সর্বোচ্চ আদালত শুনানির লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নেয়। কিন্তু এতদিনে তা কার্যকর হয়নি। অবশেষে প্রধান বিচারপতি ইউইউ ললিতের হস্তক্ষেপে এদিন ইতিহাস তৈরি করল দেশের শীর্ষ আদালত। তবে এর আগে গত ২৬ আগস্ট প্রধান বিচারপতি এনভি রমণা তাঁর অবসরের আগের শেষ শুনানির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন। পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, প্রাথমিক ভাবে শুধু সাংবিধানিক বেঞ্চের শুনানির লাইভ সম্প্রচার হবে। প্রধান বিচারপতি ললিতের উপস্থিতিতে শীর্ষ আদালতের বিচারপতিদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আগামী দিনে সব মামলারই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা হবে।

তাহলে আজ কোন কোন মামলার লাইভ সম্প্রচার হল? জানা গিয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের বন্দোবস্ত করার মামলা, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মহারাষ্ট্রে শিবসেনার ভাঙন ঘিরে উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডের গোষ্ঠীর বিবাদের মামলা এবং ‘অল ইন্ডিয়া বার পরীক্ষার’ বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার লাইভ শুনানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =