দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সুদীপ, বিধানসভার সদস্যপদ ত্যাগ

দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সুদীপ, বিধানসভার সদস্যপদ ত্যাগ

bjp

আগরতলা: চাপানউতোর চলছিল দীর্ঘদিন ধরেই। একাধিকবার জল্পনা তৈরি হয়েছিল যে তিনি দিল ছাড়ছেন। অবশেষে সেই জল্পনা সত্যি হল। বিজেপি ছাড়লেন ত্রিপুরার নেতা সুদীপ রায় বর্মণ। প্রাথমিক সদস্য পদ তো ছেড়েইছেন, একই সঙ্গে বিধানসভার সদস্যপদ ত্যাগ করেন তিনি। তবে শুধু সুদীপ নন, বিজেপি ছেড়েছেন অন্য এক নেতা আশিস কুমারও। এবার কি তাহলে তারা তৃণমূলে যোগ দেবেন? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- চলছে রিগিং, আক্রান্ত বিরোধী এজেন্ট, বিপ্লব দেবকে তুলোধোনা করে থানা ঘেরাও বামেদের

সুদীপ বর্মণ ২০২৩ সালের বিধানসভা ভোটে আর বিজেপির টিকিটে লড়বেন না, এই কথা অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন। মূলত ত্রিপুরা পুরভোটের সময়েই তাঁর সঙ্গে বিজেপি দলের বিরোধ আরও তীব্র হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে বারংবার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তখন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে তিনি বিজেপি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেবেন। কিন্তু সেই সময় এমন কিছু হয়নি ঠিকই, তবে এখন সেটাই হতে চলেছে হয়তো। বেশ কয়েক মাস আগে কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেন সুদীপ। আবার ত্রিপুরা পুরভোটের সময় বিপ্লব সরকারের সমালোচনা করতেও শোনা গিয়েছিল তাঁকে। সেই সময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূলের সমর্থন করেছিলেন তিনি।

ত্রিপুরার পুরভোটের সময় বিপ্লব সরকারের সমালোচনা করে তিনি বলেছিলেন, শুধুই ব্যক্তি আক্রমণ ও কুৎসা করা হচ্ছে। উন্নয়নকে সামনে রেখে ভোট হলে খুশি হতেন তিনি। তাঁর কথা ছিল সারা দেশ ত্রিপুরাকে অন্য ভাবে চিনতে শুরু করেছে৷ দল কাউকে হামলা করতে বলেনি, রক্ত ঝরাতে বলেনি৷ যাঁরা এই কাজ করছে তাতে বিজেপি’র বদনাম হচ্ছে৷ পরোক্ষে তিনি যে মুখ্যমন্ত্রীকেই একহাত নিয়েছিলেন তা বলাই বাহুল্য। এখন তিনি তৃণমূলে যোগ দেন কিনা এটাই দেখার। যদিও অনেকে মনে করছেন যে, তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন। সুদীপের দল বদল নিয়ে দোলাচল এখন অব্যাহতই থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =