আগরতলা: ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরানো হল সুবল ভৌমিককে। আজ টুইট করে এই ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেস দলের তরফে থেকেই। ত্রিপুরায় আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সুবল ভৌমিককে সরানো নিয়ে শুরু হয়েছে আলোচনা। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ নিয়ে চর্চা করছে।
আরও পড়ুন- পার্থের বিধায়ক অ্যাকাউন্ট থেকে আর দলীয় তহবিলে টাকা নয়, সিদ্ধান্ত তৃণমূলের
চলতি বছর এপ্রিলে সুবল ভৌমিককে ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি পদে আনা হয়েছিল। কিন্তু প্রথম থেকেই তাঁর কাজ নিয়ে অসন্তুষ্ট ছিল দল। ২০২১ সালে ত্রিপুরায় পুর নির্বাচনী লড়াইয়ে প্রথমবার নেমেই ভাল ফল করেছিল ঘাসফুল শিবির। ভোটের শতাংশের বিচারে দ্বিতীয় স্থান দখল করেছিল তাঁরা। কিন্তু এ বছর বিধানসভা উপনির্বাচনে লাভের লাভ কিছুই করতে পারেনি তৃণমূল। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে সুবল ভৌমিককে পদ থেকে সরানো হতে পারে। এখন ঠিক তাই হল। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, তিনি তাঁর দায়িত্ব ঠিকভাবে পালন করেননি। দলীয় নির্দেশ অনুযায়ী কাজ না করে নিজের পছন্দের ব্যক্তিদের সুযোগ পাইয়ে দিয়েছেন।
কংগ্রেস থেকে তৃণমূল, তারপর আবার কংগ্রেস, পরে বিজেপি হয়ে আবার তৃণমূল… এইভাবে একাধিকবার বিভিন্ন সময়ে দল বদল করতে দেখা গিয়েছে সুবল ভৌমিককে। এবার তৃণমূল কংগ্রেস দল তাঁকে পদ থেকে সরিয়ে দিল। তাহলে আবার কি বিজেপি বা কংগ্রেসের যোগ দিতে চলেছেন তিনি? প্রশ্ন উঠেই গিয়েছে। এখন দেখা যাক, এই নেতা কী সিদ্ধান্ত নেন।
We would like to inform everyone that Shri Subal Bhowmik is being relieved from his duties as the State President of Tripura Pradesh Trinamool Congress, with immediate effect.
Official press release 👇🏼 pic.twitter.com/C66CF3Rzre
— AITC Tripura (@AITC4Tripura) August 24, 2022