নিস্তার দিচ্ছে না করোনা, আবার আক্রান্ত সোনিয়া

নিস্তার দিচ্ছে না করোনা, আবার আক্রান্ত সোনিয়া

1ef8e0d12bf8aaf6bc8f05503908937d

নয়াদিল্লি: গত তিন মাসে এই নিয়ে দু’বার! ফের একবার করোনা ভাইরাস আক্রান্ত হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এর আগে গত জুন মাসেও করোনায় সংক্রমিত হয়েছিলেন সনিয়া। সেই সময় তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। একই সময় ইডি তাঁকে ন্যাশেনাল হেরাল্ড মামলায় তলব করায় তিনি যেতে পারেননি। পরে যান। মাঝে বেশ কয়েক বার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। এরই মাঝে আবার সংক্রামিত সোনিয়া।

আরও পড়ুন- থানার আইসির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক!

হাসপাতালে থাকার সময় জানা গিয়েছিল, তাঁর শ্বাসযন্ত্রের নিম্নাংশে ছত্রাক সংক্রমণ ধরা পড়েছে এবং সম্প্রতি নাক দিয়ে রক্তক্ষরণও হয়েছে। তবে আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই খবর মিলেছে। এই মুহূর্তে আইসোলেশনে আছেন কংগ্রেস নেত্রী। আগেও যখন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সোনিয়া তখনও তাঁর সংক্রমনের জেরেই তাঁর নাক দিয়ে প্রচুর রক্তপাত হয়। সেই জটিলতা আবার ফিরে এসেই এই সংক্রমণ কিনা, তা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

আগের বারও করোনা সংক্রামিত হয়ে প্রথম বাড়িতে ছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু পড়ে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে এবারও যাতে তেমন কিছু না হয় সেই জন্য প্রস্তুতি নিচ্ছে গান্ধী পরিবার। কংগ্রেস নেতা, কর্মীরাও তাঁর দ্রুত শারীরিক সুস্থতা কামনা করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *