নয়াদিল্লি: মৃত্যু হয়েছে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের। তাঁকে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোনালির আপ্ত-সহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর ওয়াসিকে গ্রেফতার করেছে। তদন্ত চলার মধ্যেই এবার এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল। সেই ফুটেজে দেখা যাচ্ছে, এক মহিলার কাঁধে হাত দিয়ে এক যুবক ধরে নিয়ে যাচ্ছে। দেখেই মনে হচ্ছে ওই মহিলা ঠিক মতো হাঁটতে পারছেন না। জানা গিয়েছে, এই মহিলা ছিলেন সোনালি এবং এই ভিডিও যখনকার তার পরেই তাঁর মৃত্যু হয়। আগেই দাবি করা হয়েছিল যে মাদক খাওয়ানো হয়েছিল। তারপর ধর্ষণ করে বিষ খাইয়ে খুন করা হয়। এই ফুটেজ সেই দাবিকেই আরও দৃঢ় করল।
আরও পড়ুন: অসময়ে চলে গেলেন তরুণ সাংবাদিক স্বর্ণেন্দু দাস, শোকস্তব্ধ সংবাদমহল
এক সর্ব ভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, গোয়া পুলিশের ডিরেক্টর জেনারেল জসপাল সিং জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ঘেঁটে প্রাথমিক ভাবে জানা গিয়েছে সোনালির পানীয়তে কিছু একটা মেশানো হয়েছিল। প্রথমে তা খেতে অস্বীকারও করেন তিনি কিন্তু তাঁকে কার্যত জোর করে তা খাওয়ানো হয়। সেটাই মাদক ছিল বলে ধারণা। তাঁর মৃত্যুর জন্য সেটাই দায়ী থাকতে পারে বলে অনুমান। সোনালির পরিবার আগেই দাবি করেছিল যে সুধীর এবং সুখবিন্দর সোনালিকে ধর্ষণ করেছিল এবং পর খুন করে। সবথেকে চাঞ্চল্য ছড়িয়েছে অন্য একটি বিষয় নিয়ে। জানা গিয়েছে, ময়নাতদন্তের সময় সোনালির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান তদন্তকারী দল। ভোঁতা কোনও অস্ত্র দিয়ে তাঁকে বহুবার আঘাত করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ধর্ষণ করা হয়েছিল কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারছে না পুলিশ।
মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। গোয়ার অঞ্জুনাতে ‘কার্লিস’ নামে একটি রেস্তরাঁয় খাচ্ছিলেন তিনি। সেই সময়ই তাঁর শরীর আনচান করতে শুরু করে। সঙ্গে সঙ্গে দলের কর্মীরাই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এবার এই সিসিটিভি ফুটেজ আরও বড় তথ্য দিল।