মুম্বই: খবর ছড়িয়েছিল যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বিজেপি নেত্রী তথা টেলিভিশন তারকা সোনালি ফোগাটের। কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে অন্য তথ্য। এখন জানা গিয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়নি তাঁর। মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে। প্রথম থেকেই খুনের অভিযোগ করে আসছিল সোনালির পরিবার। ইতিমধ্যে একাধিকজন গ্রেফতার হয়েছে এবং সিসিটিভি ফুটেজও সামনে এসেছে একটি। যদিও এতেই সন্তুষ্ট নয় সোনালির পরিবার। তাঁরা সিবিআই তদন্ত চাইছে। সোনালির ১৬ বছরের মেয়ে এই দাবি তুলেছে।
আরও পড়ুন: গ্রেফতার আরও ২, সোনালির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বাড়ছে
কী ভাবে মৃত্যু হয়েছে মায়ের? এই তথ্য জানতে সিবিআই ঘটনার তদন্ত করুক, এমনটা চাইছে সোনালির ১৬ বছরের মেয়ে। তাঁর কথা, হরিয়ানার মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি সিবিআইয়ের তরফে। এদিকে অভিযুক্তদের গোয়ায় রেখে দেওয়া হয়েছে। কী চাওয়া হচ্ছে, তা পরিষ্কার নয়। তাই সে নির্দিষ্টভাবে সিবিআই তদন্তই চাইছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী ছাড়াও গোয়ার মুখ্যমন্ত্রী এই ঘটনায় সিবিআই তদন্তের কথা বলেছিলেন। কিন্তু এখনও অবধি সেই প্রেক্ষিতে কোনও পদক্ষেপই হয়নি। তাই ক্ষোভ বাড়ছে সোনালির পরিবারের। তাঁর মেয়ের স্পষ্ট দাবি, মাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।
সোনালি ফোগাটের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্ত-সহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর ওয়াসিকে। এছাড়াও আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোনালিকে যে ক্লাবে শেষ বার দেখা যায়, গোয়ার সেই ক্লাবের মালিক এবং মাদক পাচারকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পুলিশি জেরায় সুধীর এবং সুখবিন্দর দুজনেই স্বীকার করেছে যে তারা সোনালির পানীয়ে মাদক মিশিয়েছিলেন।