নয়াদিল্লি: বিগত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণকে কেন্দ্র করে যখন রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসক মহল, মাথাচাড়া দিচ্ছে করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা ঠিক তখন থেকেই দেশে একটু একটু করে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে কমছে করোনার আক্টিভ কেসের সংখ্যাও। শুক্রবারও সেই ধারা বজায় থাকল দেশজুড়ে। যদিও এদিন আগের দিনের থেকে সামান্য বেড়েছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার যেখানে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ২৮২৭ ছিল শুক্রবার সেই সংখ্যাটি বেড়ে হয়েছে ২৮৪১। তবে করোনার দৈনিক মৃত্যুর ক্ষেত্রে এদিন ফের বড়সড় উন্নতি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের রিপোর্ট বলছে গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে মাত্র নয় জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটাই ছিল ২৪।
করোনায় মৃত ৯ জনের মধ্যে ৮ জন কেরলের বাসিন্দা। বাকি একজন মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে এদিনও বেশ কিছুটা কমেছে করোনার দৈনিক অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রের রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে করোনার অ্যাক্টিভ কেস রয়েছে মোট ১৮৬০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় বেড়েছে ৪৬৩ জন।
অন্যদিকে এদিনও বেশ কিছুটা বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় দেশে করোনামুক্ত হয় সুস্থ হয়ে উঠেছেন ৩২৯৫ জন। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারের থেকে যা অনেকটাই বেশি। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।