নয়াদিল্লি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন না শরদ পাওয়ার। রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সমস্ত জল্পনায় জল ঢেলে বুধবার বিরোধী শিবিরের প্রস্তাব ফেরালেন এনসিপি সুপ্রিমো। জানা যাচ্ছে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের ডাকা বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে পাওয়ারের নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শরদ পাওয়ার। কারণ হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতেই থাকতে চান। তার পরিবর্তে অন্য কোন বিকল্প নাম যেন ভাবে বিরোধী শিবির। তবে এখনো পর্যন্ত পাওয়ার ছাড়া বিরোধী শিবিরের তরফ থেকে আর কোনও নতুন নাম প্রস্তাব করা হয়নি বলে খবর।
উল্লেখ্য, বুধবার সকাল থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর এই কাজ শুরুর দিনেই বিরোধী শিবিরের পক্ষ থেকে যাতে একজন শক্তিশালী পদপ্রার্থীকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড় করানো যায় সেই লক্ষ্য নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে এনসিপি’র পাশাপাশি সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, পিডিপির মেহেবুবা মুফতি, ডিএমকের টি বালুসহ কংগ্রেসের নেতা-নেত্রীরাও উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।
তবে এই বৈঠকের একাধিক বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত ছিলেন বলে খবর। মমতার ডাকা এই বৈঠকের আমন্ত্রণ ফিরিয়েছেন তেলেঙ্গানার রাষ্ট্রীয় সমিতি, কেজরিওয়ালের আম আদমি পার্টি, শিরোমনি অকালি দল এবং ওয়াই এস আর কংগ্রেস। এই চার দলের পক্ষ থেকে তৃণমূল নেত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে যে কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে শামিল হওয়া তাদের পক্ষে সম্ভব নয় এবং যেহেতু এই বৈঠকে কংগ্রেস যোগদান করছে তাই এই সমস্ত দলের কোন সদস্য বৈঠকে যোগ দেবেন না।