ফের নূপুর শর্মাকে সুপ্রিম স্বস্তি, সব এফআইআর দিল্লিতে স্থানান্তরের নির্দেশ

ফের নূপুর শর্মাকে সুপ্রিম স্বস্তি, সব এফআইআর দিল্লিতে স্থানান্তরের নির্দেশ

নয়াদিল্লি: বুধবার আরও একবার বিজেপির বিতর্কিত নেত্রী নুপুর শর্মাকে বড়সড় স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে যত এফআইআর দায়ের করা হয়েছে তা সমস্ত একত্রিত করে দিল্লি পুলিশকে হস্তান্তর করতে হবে। এই সমস্ত এফআইআরগুলি এরপর দিল্লি পুলিশই দেখভাল করবে এবং সেগুলি তদন্তের দায়িত্বও তাঁদেরই, বুধবার এমনটাই জানাল শীর্ষ আদালত।

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ বিতর্কিত এই নেত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যের দায়ের হওয়া সমস্ত এফআইআরগুলি দিল্লি পুলিশের কাছে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এর সঙ্গেই আদালতের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিজেপি নেত্রী নুপুর শর্মাকে কোনওভাবেই গ্রেফতার করা যাবে না। এমনকি ভবিষ্যতেও নতুন করে যদি কোন এফআইআর দায়ের হয় নূপুর শর্মার বিরুদ্ধে তাহলে সেক্ষেত্রেও গ্রেফতারি থেকে রক্ষাকবচ পাবেন বিজেপির বিলম্বিত মুখপাত্র। অর্থাৎ এক কথায় এই মুহূর্তে আইনি পথে কোনওভাবেই নুপুর শর্মার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবেনা। উল্লেখ্য, দিনকয়েক আগেই আদালতের কাছে এই আবেদন জানিয়েছেন বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মা। যদিও সেই সময় তাঁর আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি চন্দ্রকান্তের অবকাশকালীন বেঞ্চ। তবে শেষ পর্যন্ত বুধবার নুপুর শর্মার ডাকেই সাড়া দিল শীর্ষ আদালত।

 উল্লেখ্য গত মাসেই নূপুর শর্মাকে গ্রেফতারি হওয়া থেকে রক্ষাকবচ প্রদান করেছে সুপ্রিম কোর্ট। জুলাই মাসে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, এখনই বিতর্কিত এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর উপর ভিত্তি করে নুপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না। সেক্ষেত্রে আগে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত হবে। তারপরেই তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে। আদালতের তরফ থেকে জানানো হয়, বিজেপি নেত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই শীর্ষ আদালতের সেই সিদ্ধান্ত।

 অন্যদিকে বুধবারও এই একই কথা বলেছে সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ। তাঁদের কথায়, ‘আদালত ইতিমধ্যেই আবেদনকারী জীবন এবং নিরাপত্তার গুরুতর হুমকির বিষয়টি বিবেচনা করেছে এবং তার ওপর ভিত্তি করেই নির্দেশ দিচ্ছে নুপুর শর্মার বিরুদ্ধে সমস্ত এফআইআর স্থানান্তর করা হোক এবং তদন্তের জন্য দিল্লি পুলিশের কাছে জমা দেওয়া হোক।’ এর সঙ্গেই শীর্ষ আদালত আরও জানায়, এফআইআর গুলি দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন এন্ড স্ট্র্যাটেজিক অপারেশন তথা আইএফএসও বিভাগ তদন্ত করবে। এক্ষেত্রে তদন্তের স্বার্থে আইএফএসও চাইলে অন্যান্য পুলিশ বাহিনী সহায়তাও নিতে পারবে। তবে যতদিন পর্যন্ত তদন্তের কাজ চলবে ততদিন পর্যন্ত নুপুর শর্মাকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 12 =