‘ভারত ভালো বন্ধু’, মোদীর সঙ্গে দেখা করে জানালেন রাশিয়ার বিদেশ মন্ত্রী

‘ভারত ভালো বন্ধু’, মোদীর সঙ্গে দেখা করে জানালেন রাশিয়ার বিদেশ মন্ত্রী

74ded986308d8b3d2a36cf809f614b1d

নয়াদিল্লি: দু’দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ৷ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে আজ সাক্ষাৎ করেন তিনি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। পরবর্তী সময়ে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, রাশিয়া-ভারত খুবই ভালো বন্ধু এবং বিশ্বাসযোগ্য সঙ্গী। পাশাপাশি তিনি এও জানান, ইউক্রেনে যা হচ্ছে সেটা কোনও যুদ্ধ নয়, সেনাবাহিনীর পরিকাঠামোকে নিশানা করা হয়েছে যাতে পরে তা রাশিয়ার জন্য কোনও বাধা না হয়।

আরও পড়ুন- চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে রাশিয়া রক্ষাকর্তা হবে না! ভারতকে ‘বার্তা’ আমেরিকার

যে দিন থেকে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা শুরু করেছে সে দিন থেকেই আন্তর্জাতিক মঞ্চে ভারত এই বিষয় নিয়ে মুখ খোলেনি। ভোটাভুটিতে অংশও নেয়নি নয়াদিল্লি যেখানে আমেরিকা, ব্রিটেনের মতো দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে। ভারত প্রথম থেকেই জানিয়ে আসছে যে তারা সংঘর্ষের বিরুদ্ধে কিন্তু আলোচনা চায়। এদিনও রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পক্ষে সর্বদা আছে ভারত। কোনও ভাবেই তারা কোনও যুদ্ধ চায় না। এদিকে রাশিয়ার তরফ থেকেই বিষয়টি ভেবে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে লাভরভ জানান, এটা আদতে কোনও যুদ্ধ হচ্ছে না। যুদ্ধ বলা ঠিক নয়।

9ab1e97b548daaff922929a98db6198c

009dd5d8c9a67d1408ef25afcf860407

পরে ভারত সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারত খূবই গুরুত্বপূর্ণ একটি দেশ। ভারতের বিদেশ নীতির সঙ্গে রাশিয়ার নীতির মিল আছে অনেকাংশে তাই দুই দেশ যথেষ্ট ভালো বন্ধু এবং বিশ্বাসযোগ্য সঙ্গী একে অপরের। এদিকে আমেরিকা ভারতের ওপর চাপ দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে কথা বলার জন্য। এই ইস্যুতে তিনি বলেছেন, এই ধরণের চাপ তাদের বন্ধুত্বের ওপর কোনও প্রভাব ফেলতে পারবে না। এই প্রসঙ্গে আমেরিকাকে একহাত নিয়ে তিনি বলেন, ওরা চাইছে সবাই ওদের নীতি অনুসরণ করুক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *