রাজস্থান পুরুষের রাজ্য বলে ধর্ষণে এক নম্বর! ব্যাখ্যা মন্ত্রীর

রাজস্থান পুরুষের রাজ্য বলে ধর্ষণে এক নম্বর! ব্যাখ্যা মন্ত্রীর

জয়পুর: সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস গিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এই দিন পালিত হয়েছে। চর্চা হয়েছে সমাজে নারীদের অবস্থান এবং শক্তি নিয়ে। কিন্তু এই দিবস কাটার কয়েক ঘণ্টার মধ্যেই যেন সমাজের ‘আসল’ চেহারা ফুটে উঠল। দেশের এক রাজ্যের মন্ত্রী এমন মন্তব্য করলেন যাতে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সব জায়গায়। কী এমন বললেন মন্ত্রী?

আরও পড়ুন- মাধ্যমিক: কেন বন্ধ ইন্টারনেট? কড়া প্রতিক্রিয়া দিলীপের!

‘রাজস্থান পুরুষের রাজ্য, তাই ধর্ষণে এক নম্বর!’ এমনই মন্তব্য করতে শোনা গেল রাজস্থানের পরিষদীয় মন্ত্রী শান্তি ধারিওয়ালকে। বিধানসভা অধিবেশন চলাকালীন তিনি বলেন, ‘‘আমরা ধর্ষণের মামলায় এক নম্বরে। এতে কোনও সন্দেহই নেই। আমরা ধর্ষণে এগিয়ে কারণ, রাজস্থান পুরুষের রাজ্য’। কংগ্রেস সরকারের এই মন্ত্রীর মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে ‘হাত’ শিবির। বিজেপি পক্ষ থেকে এই ভিডিও শেয়ার করে প্রশ্ন তোলা হচ্ছে যে, এটাই কি কংগ্রেসের সংস্কৃতি, সংস্কার? ইতিমধ্যে এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা ভরদ্বাজ। আর যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ওই মন্ত্রীর বক্তব্য শুনে অনেকেই হেসে উথছেন। তীব্র নিন্দিত হয়েছে এই মন্ত্রীর বক্তব্য।

ভারতে মেয়েদের বিরুদ্ধে অপরাধ এবং ধর্ষণের সংখ্যা কম নয়। একাধিকবার এই সব ঘটনার সম্মুখিন হতে হয়েছে সমাজকে। সেই জায়গা থেকে মানুষের ভোটে জিতে আসা এক জন প্রতিনিধি এমন মন্তব্য যদি করেন তাহলে তার থেকে বেশি লজ্জাজনক কিছু হতে পারে না। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *