‘মোদীকে হারানোর কথা বলিনি’, প্রশান্ত কিশোরের গুগলিতে দেশজুড়ে জল্পনা

‘মোদীকে হারানোর কথা বলিনি’, প্রশান্ত কিশোরের গুগলিতে দেশজুড়ে জল্পনা

নয়াদিল্লি: জোর জল্পনা  আর একাধিক বৈঠকের পরেও  হাতে যোগ দেননি। তবে দলে যোগ না দিলেও কংগ্রেসের পুনরুত্থানের ব্লু প্রিন্ট এঁকেছিলেন। নজরে ছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচন।   কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেন, তিনি নরেন্দ্র মোদিকে হারানোর কথা বলেননি। প্রশান্ত কিশোরের এই মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কংগ্রেস কীভাবে তাদের আগের গৌরবের দিনগুলো ফিরে পাবে, সেই বিষয়ে ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন। আগের মতো কংগ্রেস যাতে শক্তিশালী হয়ে ওঠে, সেই নিয়েই ভোট কুশলী কাজ করেছিলেন। কংগ্রেসকে  শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে পুণরায় প্রতিষ্ঠা করতে তিনি চেয়েছিলেন। তাঁর ব্লু প্রিন্ট ছিল সেই বিষয়েই।  এরপরেই প্রশান্ত কিশোর বলেন, মোদিকে কীভাবে হারাতে হবে, তার ব্লুপ্রিন্ট করেননি। কীভাবে ভারতকে জিততে হবে, সেটা ছিল প্রজেন্টেশন।  তিনি বলেন এই দুটো বিষয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কীভাবে একটা রাজ্যে বিজেপিকে পরাজিত করা যেতে পারে, সেটা প্রজেন্টেশনের লক্ষ্য ছিল না।

ভারতীয় রাজনীতিতে সব থেকে অলোচ্য নাম প্রশান্ত কিশোর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আগে তাঁর কংগ্রেসে যোগদানের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছিল। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তিনি একাধিকবার বৈঠকও করেন। কিন্তু শেষ অবধি তিনি কংগ্রেসে যোগ দেননি। কংগ্রেসের তরফে জানানো হয়, দলের পক্ষ থেকে  প্রশান্ত কিশোরকে যোগদানের আহ্বান জানানো হয়। কিন্তু প্রশান্ত কিশোর তা প্রত্যাখ্যান করেছে। প্রশান্ত কিশোরের কোম্পানি আইপ্যাকের কারণেই কংগ্রেস সরে এসেছে। ২০২৩ সালে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের জন্য টিআরএসের সঙ্গে আইপ্যাক চুক্তি করেছে। যা কংগ্রেস মোটেই ভালোভাবে নেয়নি।                                                                    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =