নোটে দেখা মিলবে রবীন্দ্রনাথ, কালামের ছবি! দেশ জুড়ে জোর জল্পনা

নোটে দেখা মিলবে রবীন্দ্রনাথ, কালামের ছবি! দেশ জুড়ে জোর জল্পনা

নয়াদিল্লি:  বর্তমানে ভারতে যে নোটগুলো চালু রয়েছে, সেখানে আমরা মহাত্মা গান্ধির ছবি দেখতে পাই। ভারতের যে কোনও নোট আরবিআই থেকে ইস্যু করা হয়। সম্প্রতি নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে,  RBI নতুন নোট ইস্যু করতে চলেছে। সেখানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম ও বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ওয়াটার মার্ক ফিগার দেখতে পাওয়া যাবে। 

একাধিক রিপোর্টে জানা যাচ্ছে, অর্থ মন্ত্রক ও RBI কয়েকটি নোটের সিরিজ আনতে চলেছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি নোটে এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক ফিগার দেখতে পাওয়া যাবে। বর্তমানে ভারতে শুধু মহাত্মা গান্ধির ছবি দেখতে পাওয়া যায়। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের নোটে বৈচিত্র আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন করে পরিচয়ের কোনও প্রয়োজন নেই। তিনি তাঁর সৃষ্টির জন্য বিশ্ব বন্দিত। অন্যদিকে, এপিজে আবদুল কালাম ভারতের ১১ তম রাষ্ট্রপতি। তিনি দেশের মিশাইল ম্যান হিসেবে পরিচিত। এই দুই মহান ব্যক্তি বিশ্বের দরবারে ভারতের মান অনেকটা তুলে দিয়েছিল। তাঁরা দুজনেই ভারতের আইকন। ভারতের গর্ব। 
জানা যাচ্ছে, RBI ভারতের নোটে একধিক ব্যক্তির ওয়াটার মার্ক ব্যবহার করতে চাইছে। সেই কারণেই আরবিআইয়ের পাশাপাশি অর্থমন্ত্রক বেছে নিয়েছেন ভারতের দুই রত্নকে। তবে অনেক দেশেই তাদের মুদ্রায় একাধিক ব্যক্তির ওয়াটার মার্ক ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে প্রথমেই আসে আমেরিকার কথা। বিভিন্ন মূল্যের নোটে ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টমাস জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসন-এর মতো একাধিক ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। 

ইতিমধ্যে আইআইটি-দিল্লির অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আবদুল কালামের ওয়াটার মার্কের একাধিক নমুনা পাঠানো হয়েছে। সেখান থেকে একটি করে নমুনা বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে কেন্দ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, অধ্যাপক শাহানি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্সট্রুমেন্টেশনে বিশেষজ্ঞ। চলতি বছরেই তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =