পাকিস্তানে সরকার বদল হয়েছে। কিন্তু ভারতে সন্ত্রাসবাদীতে মদত দেওয়া হোক বা মাদক পাচারে সাহায্য করা, কোনও ক্ষেত্রেই বিরাম নেই তাদের। রবিবার গুজরাট উপকূলে উপকূল রক্ষী ও সন্ত্রাস দমন শাখা পাকিস্তানের একটি মাছ ধরার নৌকা আটক করেছে। ঘটনায় নয় জনকে গ্রেফতার করেছে। নিরাপত্তা রক্ষীরা ব্যাপক পরিমাণে মাদক উদ্ধার করেছে।
জানা গিয়েছে, নৌকা থেকে ২৮০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের তরফে আগেই এই বিষয়ে উপকূল রক্ষী ও এটিএসকে সতর্ক করা হয়েছিল। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, অল হজ নামের পাকিস্তানি ওই নৌকার মাধ্যমে মাদক পাচার হবে। কথা ছিল আরব সাগরের জলে মাদকগুলো ফেলে নৌকাটি আবার পাকিস্তানের দিকে ফিরে যাবে। পরিকল্পনা অনুযায়ী আরব সাগরে মাদকগুলো ফেলে ফের পাকিস্তানের দিকে যাত্রা করে নৌকাগুলো। তখনই নৌকাটিকে আটক করা হয় ও সমুদ্র থেকে মাদক উদ্ধার করা হয়। পাকিস্তান থেকে আসা নৌকাটি আটকের সময় দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। সেই সময় নিরাপত্তা রক্ষীরা গুলি করে নৌকাটিকে থামায়। পাক নৌকার এক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
উপকূল নিরাপত্তা রক্ষীদের তরফে জানানো হয়েছে, নৌকাটি গুলি করতে বাধ্য করেছিল। ধৃতদের কচ্ছের জেলার জাখাউ বন্দরে নিয়ে আসা হয়েছে। এটিএস তদন্তে নেমেছে। গুজরাট বন্দরে আগেও একাধিকবার মাদক উদ্ধার হয়েছে। বাইরের দেশ থেকে মাদক পাচারের জন্য ভারতে নিয়ে আসা হয়েছিল।