নয়াদিল্লি: নিজের জন্মদিনের সবথেকে রোমাঞ্চকর কাজটা সেরে ফেললেন দেশের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। জানা গিয়েছিল যে, নরেন্দ্র মোদীর তাঁর জন্মদিনেই নামিবিয়া থেকে আনা চিতাদের ছাড়বেন মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে। গত ৭৫ বছর ধরে এদেশে বিশ্বের দ্রুততম প্রাণীটির দেখা মেলেনি। সেই অভাব পূরণ করতে নিজের জন্মদিনের দিনটিই বেছে নিয়েছেন তিনি। সেই মতোই চিতাদের ছাড়লেন মোদী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি-ভিডিও ভাইরাল।
আরও পড়ুন- সাফল্যের মুকুটে নতুন পালক কলকাতা বিশ্ববিদ্যালয়ের, শুভেচ্ছা জানালেন মমতা
১৭ সেপ্টেম্বর বাহাত্তরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিনেই নামিবিয়া থেকে আটটি চিতা ভারতের মাটিতে এসেছে। মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে শনিবার চিতাগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাঁচামুক্ত করলেন। এরপর তাঁকে ক্যামেরায় তাদের ছবি তুলতেও দেখা গেল। জানা গিয়েছে, এই চিতাবাঘগুলির মধ্যে তিনটি পুরুষ এবং পাঁচটি মহিলা। পুরুষদের গড় বয়স সাড়ে ৫ এবং মহিলা চিতাদের গড় বয়স ৫ বছর।
#WATCH | Prime Minister Narendra Modi releases the cheetahs that were brought from Namibia this morning, at their new home Kuno National Park in Madhya Pradesh.
(Source: DD) pic.twitter.com/CigiwoSV3v
— ANI (@ANI) September 17, 2022