উপরাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন মোদী, হুইলচেয়ারে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

উপরাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন মোদী, হুইলচেয়ারে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: জগদীপ ধনখড় নাকি মার্গারেট আলভা, কে হবেন ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতি? ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, হুইলচেয়ারে বসে ভোট দিতে আসেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নিয়ম অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার ৫৪৩ জন সাংসদ এবং রাজ্যসভার ২৩৭ জন সদস্য ভোটদান করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্য বিধানসভার সদস্যরা ভোট দেন না।

আরও পড়ুন- ‘‌২০২৪-এ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি’‌, শহিদ সমাবেশে দাবি মমতার

কোনও রকম অঘটন না ঘটলে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। বিরোধীদের প্রার্থী মারগারেট আলভার থেকে তিনি যে ভোট শুরুর আগে থেকেই অনেকটা এগিয়ে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এক কথায় বলা যেতে পারে, আজ কার্যত নিয়মরক্ষার লড়াই। রাজনৈতিক বিশ্লেষকরা ধরেই নিয়েছেন যে জিততে চলেছেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি নির্বাচনে যেমন প্রথম থেকেই নিশ্চিত হওয়া গিয়েছিল কে জিতছেন, এখানেও ঠিক তাই।

তার ওপর আবার ভোট দান থেকে বিরত থাকছে তৃণমূল কংগ্রেস দল। বিরোধী গোষ্ঠী তাঁদের সঙ্গে সেই ভাবে আলোচনা না করেই প্রার্থী ঠিক করেছে, এমনই দাবি করা হয়েছে তাঁদের তরফে। তাই এই নির্বাচন থেকে তাঁরা নিজেদের দূরে রাখারই সিদ্ধান্ত নিয়েছে। সংসদের দুই কক্ষ মিলিয়ে শুধুমাত্র বিজেপির ৩৯৪ জন সদস্য, যা ম্যাজিগ ফিগারের থেকে বেশি। এছাড়াও একাধিক জোট সঙ্গীদের ভোট পাবেন জগদীপ ধনকড়। তাই তিনি যে জিততে চলেছেন তা মোটামুটিভাবে নিশ্চিত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =