নয়াদিল্লি: আজ বাজেট পেশ হয়েছে। সাধারণ বাজেট নিয়ে একেবারেই খুশি নয় দেশের বিরোধী মহল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, শশী থারুর সকলেই এই বাজেটের সমালোচনা করেছেন। তারা অভিযোগ করে বলেছেন যে এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। কিন্তু বাজেট নিয়ে যে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে বিরোধীদের দাবি নস্যাৎ হল। তিনি জানান, এই বাজেট দেশের সর্বস্তরের বাজেট। সকল মানুষের জন্য এই বাজেট।
আরও পড়ুন- #Budget2022: দেশজুড়ে খুলছে ‘টেলি মেন্টাল হেল্প সেন্টার’, বাজেটে মানসিক স্বাস্থ্য জোর
এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল মানুষের কাছে এই বাজেটের গ্রহণযোগ্যতা রয়েছে। এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রগতি যেমন ঘটাবে ঠিক তেমনই জন সাধারণ অনেক নতুন সুযোগ-সুবিধা পাবেন। মোদীর কথায়, আজকের এই বাজেট দেশে আরও পরিকাঠামো, আরও বিনিয়োগ, আরও কর্মসংস্থানের সুযোগ এনে দিয়েছে। ভারতের আগামী প্রজন্ম এতে অনেক লাভবান হবে বলেই তিনি মনে করছেন। প্রধানমন্ত্রী মনে করছেন এই বাজেট সব দিক থেকেই সদর্থক। বাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন যে, দরিদ্র মানুষের কল্যাণ করাই এই বাজেটের মূল লক্ষ্য ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই একই কথা বলে দাবি করেন যে, বাজেট সেই লক্ষ্য পুরণ করেছে।
তবে এই বাজেট নিয়ে টুইট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”আম জনতার জন্য এই বাজেট একদম শূন্য। বেকারত্ব আর মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নেই। সরকার শুধু বড় বড় কথা বলেছে যার কোনও অর্থ নেই। পেগাসাস কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা এই বাজেট।” আবার রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান অমিত মিত্র বাজেট বিশ্লেষণ করতে বসে বলেন, ”কোনও নতুন প্রকল্পের ঘোষণা নেই। বেকার, বয়স্ক নাগরিক, দারিদ্রসীমার নিচে থাকা মানুষজনের জন্য কোনও দিশা নেই বাজেটে।” কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও কড়া আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে এই বাজেট পেশের পর। তিনি বলছেন, ”মোদী সরকারের শূন্য বাজেটে মধ্যবিত্ত, হত দরিদ্র, কৃষক, যুবসমাজ এদের জন্য কিছুই নেই।”