হিন্দুভোট ভাঙানোর চেষ্টা তৃণমূলের! কমিশনকে বিশেষ ‘পরামর্শ’ মোদীর

হিন্দুভোট ভাঙানোর চেষ্টা তৃণমূলের! কমিশনকে বিশেষ ‘পরামর্শ’ মোদীর

কানপুর: এখন দেশজুড়ে চলছে ভোটের আবহ। পশ্চিমবঙ্গে আজ চার পুরভোটের ফল প্রকাশ হয়েছে এবং জিতেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, তিন রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রচারের ময়দানে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের কানপুরে একটি নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। সেখানে থেকে অনেক কথার মাঝেই সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি। বাংলার পুরভোটে বিরাট জয়ের মধ্যেই প্রধানমন্ত্রীর কটাক্ষের বাণে বিদ্ধ ঘাসফুল। কিন্তু কী অভিযোগ মোদীর?

আরও পড়ুন- ‘কে পদত্যাগ করবেন?’ ভোটের ফলে বিজেপিকে একহাত নিলেন জয়

বাংলায় বা অন্য রাজ্যে ভোট প্রচারের সময় অনেকবারই বিজেপির বিরুদ্ধে ভোট ভাঙ্গানোর অভিযোগ ওঠে। তৃণমূল তো বটেই, অন্যান্য বিরোধী দলও এই অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। এবার এই একই অভিযোগ কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর দাবি, গোয়ায় হিন্দু ভোট ভাঙানোর চেষ্টা করছে ঘাসফুল বাহিনী। নির্বাচন কমিশন যাতে এই বিষয় নজর দেয় সেই ‘পরামর্শ’ তাদের দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাফ বক্তব্য, তৃণমূল নেতাদের কথাতেই প্রমাণ মিলেছে যে তারা ভোট ভাগের চেষ্টা করছে। তাই নির্বাচন কমিশনের উচিত সেই দিকে নজর দেওয়া। তাৎপর্যপূর্ণভাবে আজকেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় তাঁর দলের কাজের প্রশংসা করেছেন। এই রাজ্যের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করলেও তাঁর এবং তাঁর টিমের কাজের প্রশংসা করেন মমতা।

উল্লেখ্য, কিছু সপ্তাহ আগেই ধর্মের নামে বিভেদের অভিযোগ তুলে ঘাসফুলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক সহ পাঁচ নেতা দল ছেড়েছিলেন গোয়ায়। প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার, রাম মান্দ্রেকর, কিশোর পারওয়ার, কোমল পারওয়ার ও সুজয় মালিক ছেড়েছিলেন তৃণমূল। গোয়াকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে তৃণমূল! হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যে বিভেদের চেষ্টা করা হচ্ছে যা একেবারেই কাম্য নয়। এমনই বক্তব্য ছিল তাদের সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *