তীব্র দাবদাহ, গাড়ির বনেটেই রুটি সেঁকলেন মহিলা

তীব্র দাবদাহ, গাড়ির বনেটেই রুটি সেঁকলেন মহিলা

ভুবনেশ্বর: এপ্রিল মাস পড়তে না পড়তেই দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে তীব্র তাপদাহ। মাত্রাছাড়া গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা দেশবাসীর। ইতিমধ্যেই রাজধানী রইদিল্লিতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পিছিয়ে নেই রাজস্থান, ওড়িশা, বাংলার মত রাজ্যগুলিও। সাধারণত নাতিশীতোষ্ণ আবহাওয়ার । অন্তর্গত জেলা বলে পরিচিত হলেও ওড়িশাতে এবার এপ্রিল মাসের শুরু থেকেই জোরকদমে ব্যাটিং শুরু করেছে গ্রীষ্মকাল।

ইতিমধ্যেই এই রাজ্যের তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে তাপমাত্রা। এর মধ্যেই সম্প্রতি ভাইরাল হয়েছে এই রাজ্যের বাসিন্দা এক মহিলার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা রোদের মধ্যে রাখা একটি গাড়ির বনেটেই রুটি তৈরি করছেন। গাড়ির একপাশে দাঁড়িয়ে বেলনা চাকি দিয়ে তিনি রুটি বেলছেন এবং তারপর সেটি গাড়ির বনেট রাখতে না রাখতেই সেটা সেঁকে ফুলে উঠছে। অভাবনীয় এই ভিডিও দেখে রীতিমতো মাথায় হাত নেটপাড়ার লোকজনের। এক মিনিটের এই ভিডিওতে ওই মহিলা কোনওরকম আগুন কিংবা চুলা ছাড়া শুধুমাত্র গাড়ির বনেটে রেখেই বেশ কয়েকটি রুটি বানিয়ে দেখিয়েছেন।

জানা যাচ্ছে ঘটনাটি ওড়িশার শোনেপুর জেলার। এই মুহূর্তে উড়িষ্যার অন্যান্য জেলাগুলির মত এই জেলাও তীব্র দাবদাহের আগুনে জ্বলছে। সেই সঙ্গে উড়িষ্যাতে এখনই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছেন আবহাওয়াবিদরা। এহেন পরিস্থিতিতে এই ধরনের ভিডিও যে মুহূর্তের মধ্যে ভাইরাল হবে তা বলা বাহুল্য। ইতিমধ্যেই ভিডিওটি ৬০ হাজার বার দেখা হয়েছে। সেইসঙ্গে ভিডিওর নিচে পড়েছে কয়েকশো লাইক ও কমেন্ট। তার মধ্যেই একজন লিখেছেন, ‘আমিও ওড়িশার বাসিন্দা। গতকাল আমি আমার বাইকটি কিছুক্ষণের জন্য একটি গাছের ছায়ায় দাঁড় করিয়ে রেখে একটি কাজে গিয়েছিলাম। ফিরে আসার পরে বাইকে হাত রাখতেই আমার হাত পুড়ে যায় এবং হাতে একটি ফোসকা পড়ে। এই ধরনের অভিজ্ঞতা থেকেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে কি অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে ওড়িশায়। তবে একা উড়িষ্যা নয় ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীব্র দাবদাহের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিন কয়েক আগেই দেখা গিয়েছিল দক্ষিণ ভারতের এক বাসিন্দা রোদের মধ্যে রাখা একটি স্কুটারের সিটেতেই ধোসা বানাচ্ছেন। সেই ভিডিওটিও ব্যাপক ভাইরাল হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − seven =