সিট বেল্ট না লাগিয়ে গাড়িতে সফর মৃত্যুকে আমন্ত্রণ জানানো!

সিট বেল্ট না লাগিয়ে গাড়িতে সফর মৃত্যুকে আমন্ত্রণ জানানো!

নয়াদিল্লি: আমাদের দেশে আইন তৈরির সঙ্গে সঙ্গেই শুরু হয় যায় তা ভাঙার প্রস্তুতি৷ তা সেই আইন নিরাপত্তার সঙ্গেই যুক্ত হোক না কেন৷ যেমন গাড়িতে সিট বেল্ট পরা বাধ্যতামূলক করেছে সরকার৷ কিন্তু অধিকাংশ মানুষই পুলিশের নজর এড়িয়ে সিট বেল্ট না লাগিয়ে গাড়িতে সফর করে চলেছেন৷ সামনের সিট হোক বা পিছনের, সিট বেল্ট না বাঁধা মৃত্যুর অন্যতম কারণ হতে পারে৷ তাই শুধু সামনের সিট নয়, গাড়ির প্রতিটা সিটের যাত্রীদেরই সিট-বেল্ট পরা অত্যন্ত জরুরি৷ তেমনটা না করলে কী হতে পারে তা সম্প্রতি ভিডিও পোস্ট করে বুঝিয়ে দিয়েছে মুম্বই পুলিশ। নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে সিট বেল্ট সংক্রান্ত চারটি ভিডিও পোস্ট করেছেন তারা৷ যা ভারী মনে ধরেছে নেটিজেনদের! মানুষকে সচেতন করতে এহেন শৈল্পিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা৷ 

আরও পড়ুন- স্বপ্নপূরণ! ২১ বছর পর তাই দাড়ি কাটলেন বৃদ্ধ

সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির৷ তাঁর মৃত্যুর অন্যতম কারণ ছিল সিট বেল্ট না পরা৷ এই ঘটনার পর সিট বেল্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ আন্তর্জাতিক রোড ফেরারেশনের চেয়ারম্যান কেকে কপিলের কথায়, ‘‘দ্রুত গতিতে ছুটে চলা গাড়িতে আপনি যদি সিটবেল্ট না পরেন, এবং কোনও ভাবে গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়, তাহলে মৃত্যু অবধারিত৷’’ তিনি আরও বলেন, ‘আপনার গাড়িতে  এয়ারব্যাগ থাকা সত্ত্বেও শুধুমাত্র সিট বেল্ট না পরার কারণে দুর্ঘটনায় মৃত্যু হতে পারে৷’

২৫ বছর আগে লেডি ডায়নার মৃত্যুর নেপথ্যেও এই একই কারণ ছিল বলে মনে করা হয়৷ ব্রিটেনের গ্লোবাল এনসিপিএ-র প্রেসিডেন্ট ডেভিড ওয়ার্ড বলেন,  “যদি দ্রুত গতি সম্পন্ন গাড়ির পিছনের সিটের কোনও যাত্রী সিট বেল্ট ছাড়া সফর করেন, তাহলে তাঁর  ছিটকে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি৷ অথবা সামনের আসনের যাত্রীর সঙ্গে তাঁর ধাক্কা লাগবে৷ এমনকি উইন্ডশিল্ড দিয়েও ছিটকে পড়তে পারেন।’’ 

ওয়ার্ডের কথায়, এয়ারব্যাগ থাকা সত্ত্বেও গাড়িতে সিট বেল্ট না পরার অর্থ মৃত্যুকে আমন্ত্রণ জানানো৷ কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিট বেল্ট ঠিক করে না পরলে গাড়িতে থাকা এয়ার ব্যাগগুলিও খুলবে না। ফলে সিট বেল্ট না পরলে গাড়িতে থাকা এয়ার ব্যাগগুলিও মূল্যহীন হয়ে পড়ে৷ তাই পিছনের সিটে বসলেও সিট বেল্ট পরাটা আবশ্যক।

কেন সিট বেল্ট পরা জরুরি? 

দুর্ঘটনার সময় সিট বেল্ট আপনাকে টেনে সিটের সঙ্গে আটকে রাখবে। ফলে আপনি কোথাও ছিটকে বেরিয়ে যাবেন না। অনেক সময়ই জোর ধাক্কা লাগার পর, যাত্রীরা ছিটকে গাড়ির বাইরে গিয়ে পড়েন৷ ফলে মৃত্যুর সম্ভাবনাও বাড়ে৷ ছিটকে পরার সেই সম্ভাবনা থেকে আপনাকে রক্ষা করবে সিট বেল্ট। সিট বেল্টের সঙ্গে সেন্সরের মাধ্যমে যোগ থাকে এয়ার ব্যাগের। সিট বেল্ট লাগানো থাকলে আপনার গাড়িতে লাগানো সেন্সর বুঝতে পারবে যে, সেই সিটে কেউ বসে আছে। ফলে দুর্ঘটনার সময় এয়ার ব্যাগ খুলে যাবে এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন। কিন্তু সিট বেল্ট লাগানো না থাকলে আপনার গাড়িটিও বুঝতে পারবে না যে ওই সিটে কেউ বসে আছেন কিনা। ফলে দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনাও বাড়বে৷