এইমস থেকে ছাড়া পেলেন নির্মলা, কী হয়েছিল তাঁর

এইমস থেকে ছাড়া পেলেন নির্মলা, কী হয়েছিল তাঁর

নয়াদিল্লি: সোমবার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দিল্লির এইমসে তাঁকে ভর্তি করা হয়েছিল যদিও প্রাথমিকভাবে জানা যায়নি যে তাঁর কী সমস্যা ছিল। কিন্তু পরে হাসপাতাল সূত্রে জানা যায়, পাকস্থলীতে সংক্রমণ রয়েছে তাঁর। তিন দিন ধরে চিকিৎসার পর অবশেষে বৃহস্পতিবার এইমস থেকে ছাড়া পেলেন তিনি। জানা গিয়েছে, এখন তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন। এই ক’দিন এইমসের একটি প্রাইভেট ওয়াডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন নির্মলা।

আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস

কিছু দিন আগে সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দিয়েছিলেন নির্মলা। তারপর গত শনিবার তামিলনাড়ুতে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাও জানান তিনি। তবে সোমবার হঠাৎ তাঁর শারীরিক সমস্যা ধরা পড়ে। বাড়াবাড়ি হওয়ায় এইমসে ভর্তি হন নির্মলা সীতারমণ। এখন জানা গেল, তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কিছু নেই। উল্লেখ্য, আগামী বছরের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার কথা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 2 =