নয়াদিল্লি: রেলে সফর করতে আইআরসিটিসি’র (IRCTC) ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটেন? তাহলে আপনার জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ তথ্য৷ কারণ এবার থেকে আইআরসিটিসি’র মাধ্যমে টিকিট কাটতে হলে বাধ্যতামূলকভাবে ফোন নম্বর এবং ইমেল আইডি যাচাই (ভেরিফিকেশন) করতে হবে। ভেরিকেশন ছাড়া ট্রেনের টিকিট কাটা যাবে না৷
আরও পড়ুন- জ্বলছে শ্রীলঙ্কা, চিনের অবস্থানে কতটা প্রভাব ভারতে?
ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) জানিয়েছে, করোনা অতিমারির জেরে যাঁরা দীর্ঘ দিন ধরে ট্রেনে টিকিট কাটেননি, তাঁদের ক্ষেত্রে এই নয়া নিয়ম প্রয়োজ্য হবে। সেই সকল যাত্রীদের আইআরসিটিসি’র ওয়েবসাইট বা অ্যাপে টিকিট বুকিংয়ের আগে নিজেদের ইমেল আইডি এবং মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে৷ কিন্তু যাত্রীদের প্রশ্ন হল আইআরসিটিসির মাধ্যমে ট্রেনে টিকিট কাটার জন্য কীভাবে মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাই করবেন?
* এর জন্য প্রথমেই আইআরসিটিসি’র অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-তে যেতে হবে। আইআরসিটিসি অ্যাপও খুলতে পারেন।
* এর পর ভেরিফিকেশন উইন্ডোতে যান৷
* সেখানে নিজের নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডি পুট করুন৷
* ডানদিকে দেখতে পাবেন ভেরিফিকেশনের অপশন রয়েছে। বাঁদিকে থাকবে এডিট বাটন৷ মোবাইল নম্বর বা ইমেল আইডি সংশোধন করতে চাইলে সেখানে গিয়ে এডিট করে নিতে পারবেন। যদি সংশোধনের প্রয়োজন না থাকে, তাহলে সরাসরি ভেরিফিকেশন অপশনে চলে যান৷
* আপনার নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে একটি ওটিপি আসবে৷ সেটি যাচাই করে নিন।
কীভাবে আইআরসিটিসি-র মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন?
• এর জন্য সবার আগে আইআরসিটিসি’র অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-তে যান। কিংবা খুলে নিন আইআরসিটিসি অ্যাপ৷
• তারপর যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন, বেছে নিন সেই স্টেশন৷ এর পর দিন গন্তব্যের স্টেশন৷ সেই সঙ্গে যাত্রার তারিখ৷ কোন শ্রেণিতে যাত্রা করবেন, সেটিও দিতে হবে৷
• দেখবেন গন্তব্য দেওয়ার পরেই সংশ্লিষ্ট রুটের বিভিন্ন ট্রেনের নাম দেখাবে। নিজের পছন্দ অনুযায়ী ট্রেন বেছে নিয়ে ‘Book Now’-তে ক্লিক করুন৷
• তারপর যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, পছন্দের বার্থ, খাদ্য সংক্রান্ত তথ্য জানান৷
• সব শেষে ‘Make Payment’-এ ক্লিক করুন। ট্রেনের ভাড়া মিটিয়ে দিলেই হয়ে যাবে টিকিট বুক৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>