অসমকে পাকিস্তানে সামিল করতে চেয়েছিলেন নেহরু! মুখ্যমন্ত্রীর খোঁচা রাহুলকে

অসমকে পাকিস্তানে সামিল করতে চেয়েছিলেন নেহরু! মুখ্যমন্ত্রীর খোঁচা রাহুলকে

e1c7696fd7d9b2ac0facdc0f15ad70f3

গুয়াহাটি: বিদেশের মাটিতে ভারত সম্পর্কে যে বক্তব্য রেখেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তা বিজেপির কেউই ভালোভাবে নেননি। গেরুয়া সমর্থক সহ দেশের অনেক মানুষ মনে করেছেন যে, বিদেশে গিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার তথা বিজেপি বিরুদ্ধে কথা বলে আদতে তিনি দেশের সম্মান নষ্ট করেছেন। লন্ডনে ওই আলোচনা সভায় অসম নিয়েও মন্তব্য করেছিলেন রাহুল। সেই মন্তব্যের পাল্টা এদিন দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানালেন, জওহরলাল নেহরু কখনই চাননি অসম ভারতে থাকুক। তিনি রাজ্যকে পাকিস্তানে দিতে চেয়েছিলেন।

আরও পড়ুন: মৌসম ভবন থেকে স্বস্তির বার্তা! কবে আসছে বর্ষা?

রাহুল যে মন্তব্য করেছেন তার ভিডিও তুলে ধরে হিমন্ত বলেন, অসম কখনওই ভারতের সঙ্গে ‘শান্তি আলোচনা’ করেনি। বরং জওহরলাল নেহরু চেয়েছিলেন পাকিস্তানের অংশ হোক অসম। অসমকে ভারতমাতার সঙ্গে জুড়ে রাখতে সংগ্রাম করতে হয়েছিল বলেই দাবি করেছেন তিনি। একই সঙ্গে রাহুলকে ‘নকল ইন্টেলেকচুয়াল’ বলেও কটাক্ষ করেছেন তিনি। আসলে লন্ডনে ‘আইডিয়াস ফর ইন্ডিয়া’ আলোচনাচক্রে যোগ দিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, অসম, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি শান্তি আলোচনায় যোগদানের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। এই মন্তব্যের পাল্টাই তাঁকে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।

এই আলোচনা সভাতেই রাহুলের আরও দাবি ছিল, ভারতে যে কোনও মুহূর্তে আগুন জ্বলতে পারে। তাতে পরিস্থিতি শ্রীলঙ্কার থেকেও খারাপ হবে। তাঁর কথা ছিল, ভারতে সাম্প্রদায়িক সম্প্রিতীর বাতাবরণ রাখা জরুরি। জনগণের স্বার্থে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। বিশ্বের সব থেকে গণতান্ত্রিক দেশ ভারত। বিশ্বের কাছে ভারত একটা নজির সৃষ্টি করেছে। সেই গণতন্ত্র ভারতে ব্যহত হলে সারা বিশ্বে সমস্যার সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *