নয়াদিল্লি: সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিয়মিত আসেন না। তাই তাঁর কোনও কথার কোনও জবাব দেবেন না! এভাবেই চরম কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের বক্তৃতায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। বিরোধীদের কটাক্ষ করার ভাষা নিয়ে তিনি খোঁচা দেন মোদীকে। সেই ইস্যুতে কথা বলতে গিয়েই এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সাফ কথা, ‘যে সংসদে বেশি আসেন না তাঁর প্রশ্নের জবাব কী দেব?’
আরও পড়ুন- তৃণমূল নয়, রাহুলের ‘হাত’ ধরলেন ত্রিপুরার সুদীপ
রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তাও তিনি নস্যাৎ করে দেন। বলেন, বিরোধীদের আক্রমণ করার জন্য ভাষা তাঁর কাছে নেই, তিনি এই স্বভাবেরও নন। সংবাদমাধ্যম তাঁর কোনও বক্তব্য অন্য ভাবে পেশ করে চিহ্নিত করতে পারে। কিন্তু তিনি সেই ধরণের কোনও মন্তব্য করেন না বা বক্তব্য রাখেন না। পাশাপাশি তিনি এও বলেন, সংসদে মাঝে মাঝে বিতর্ক হয় কিন্তু তার জন্য তিনি কখনই বিচলিত হন না। কারণ সেখানে বিচলিত হওয়ার মত কিছু নেই। আর রইল কথা প্রশ্নের উত্তর দেওয়ার, তা তিনি তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে দিয়ে দেন বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি রাজ্যসভায় জবাবী ভাষণে কংগ্রেসকে তুলোধোনা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সময় তিনি বলেছিলেন, মহাত্মা গান্ধী চাননি কংগ্রেসের হাতে দেশকে তুলে দিতে৷ তিনি ক্ষমতালোভী পরিবারতন্ত্র চাননি৷ নমো আরও বলেন, কংগ্রেস না থাকলে অনেক কিছুই হত না৷ কংগ্রেস না থাকলে জরুরি অবস্থা হত না, সাম্প্রদায়িকতা দেখা দিত না৷ ভালো থাকত দেশের মানুষ৷ এদিন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বিরুদ্ধেও সরব হন মোদী৷ তিনি বলেন, কংগ্রেস ক্ষমতার বাইরে কিছু ভাবতে পারে না। এটাই তাদের সমস্যা৷