ভারত-পাক সীমান্ত থেকে উদ্ধার রহস্যজনক পরিযায়ী পাখি, গুপ্তচরের আশঙ্কা

ভারত-পাক সীমান্ত থেকে উদ্ধার রহস্যজনক পরিযায়ী পাখি, গুপ্তচরের আশঙ্কা

জয়পুর: রাজস্থানে ভারত-পাক সীমান্তে সন্দেহভাজন পরিযায়ী পাখি উদ্ধার। এই পাখি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাখিটির পায়ে একটি কাগজে বার্তা লেখা ছিল। পাখিটি কোনও গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছিল কি না, সীমান্তরক্ষীরা তদন্ত শুরু করেছেন। 

শনিবার বারমের ও জয়সল সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাখিটি ভারতে প্রবেশ করে। স্থানীয় গ্রামবাসীরা পাখিটিকে ধরে সীমান্তরক্ষীদের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, পাখিটির পায়ে দুটো রিং লাগানো ছিল। রিংগুলোর মধ্যে কিছ চিহ্ন ও লেখা খোদাই করা রয়েছে। পাশাপাশি নখে একটা কাপড়ের টুকরো পাওয়া গিয়েছে। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী লেখা রয়েছে। পাখিটি আদতে কোনও গুপ্তচর কি না, নিরাপত্তারক্ষীরা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। 

এর আগেও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে পাখি ভারতে প্রবেশ করেছিল। সেই পাখির পায়ে বাঁধা কাগজে লেখা ছিল বার্তা। ২০২১ সালে পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে সাদা-কালো রঙের একটি পায়রা উদ্ধার করা হয়। সেই পায়রা কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের পিঠে এসে বসে। সেই পায়রার পা থেকে একটি কাগজ উদ্ধার করা হয়। টেপ দিয়ে পায়রার পায়ে কাগজ ছিল। কাগজে একট বার্তা লেখা ছিল। তবে কী বার্তা লেখা ছিল, নিরাপত্তারক্ষীদের তরফে প্রকাশ করা হয়নি। জানা যায়, ওই কাগজে কিছু সংখ্যা লেখা ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হয়, সাংকেতিক ভাষায় কিছু লেখা ছিল। তবে স্থানীয় থানায় এই ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − six =