জরুরি ভিত্তিতে বিদ্যুৎকেন্দ্রে পাঠাতে হবে কয়লা, বাতিল ৬৭০টির বেশি দূরপাল্লার ট্রেন

জরুরি ভিত্তিতে বিদ্যুৎকেন্দ্রে পাঠাতে হবে কয়লা, বাতিল ৬৭০টির বেশি দূরপাল্লার ট্রেন

নয়াদিল্লি: ভারতে ভয়াবহভাবে কয়লা সঙ্কট দেখতে পাওয়া গিয়েছে।  পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রেল গুরুত্বপূর্ণ  পদক্ষেপ নিয়েছে। ভারতীয় রেল গত কয়েক সপ্তাহে প্রতিদিন দূরপাল্লার ও লোকাল ১৬টি করে ট্রেন বাতিল করা হচ্ছে।  বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার কারণেই কয়লার সঙ্কট দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, কয়লাবহনকারী পণ্যবাহী ট্রেনগুলোকে জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৪ মে পর্যন্ত মোট ৬৭০টি যাত্রীবাহী ট্রেন বাতিল .করা হয়েছে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারমধ্যে ৫০০টির বেশি দূরপাল্লার ট্রেন রয়েছে। বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন রয়েছে। অন্যদিকে, রেলওয়ে কয়লা ট্রেনের দৈনিক গড় লোডিং ৪০০-এর ওপর বাড়িয়ে দিয়েছে। যা গত পাঁচ বছরে সর্বোচ্চ।

জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ে বর্তমানে কয়লার চাহিদা মেটানোর জন্য ৪১৫টি রেক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। জানা গিয়েছে, প্রতি রেকে ৩,৫০০ টন করে কয়লা ধরে। রেল মন্ত্রকের তরফের জানানো হয়েছে, বৃষ্টি শুরু হলে আর বেশি পরিমাণে কয়লা উত্তোলন করা সম্ভব হবে না। জুলাই –আগস্ট মাসে এই সমস্যা দেখা যেতে পারে। তার আগে পরিস্থিতি সামাল দিতে এই মহড়া আগামী দুই মাস ধরে চলবে। 

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে ট্রেন বাতিলের জন্য বিক্ষোভ হচ্ছে। সাধারণকে অনেক অসুবিধার মুখে পড়তে হচ্ছে। কিন্তু ভবিষ্যতে বড় ধরনের অসুবিধা  হাত থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে ভারতীয় রেলের হাতে বিকল্প কোনও উপায় নেই।  এই মুহূর্তে কেন্দ্রগুলিতে কয়লা পৌঁছানো নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে, কোথাও যেন ব্ল্যাক আউট না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eleven =