বহুতলে পুড়ে ছাই ২৬টি প্রাণ, ছড়িয়ে-ছিটিয়ে দেহাংশ, রাজধানীর বাতাসে পোড়া লাশের গন্ধ!

বহুতলে পুড়ে ছাই ২৬টি প্রাণ, ছড়িয়ে-ছিটিয়ে দেহাংশ, রাজধানীর বাতাসে পোড়া লাশের গন্ধ!

নয়াদিল্লি:  দিল্লির মুন্ডকা মেট্রোস্টেশনের কাছে একটি বহুতল বিধ্বংসী আগুনে ছাড়খার হয়ে গিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বহুতলে উদ্ধারকারীরা পৌঁছয়। বহুতলের এখানে সেখানে ছড়িয়ে রয়েছে। বের হচ্ছে পোড়া গন্ধ। বেশ কিছু পোড়া দেহ এদিকে ওদিকে পড়ে রয়েছে। দেখে সেই দেহগুলোকে শনাক্ত করা সম্ভব নয়। 

উদ্ধারকারীরা সাতটি দেহ হাসপাতালে নিয়ে এসেছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে ডাকা হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ৪০ জনকে জখম অবস্থায় দিল্লির দীন দয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সকালেই মুন্ডকার ওই ঘটনাস্থল ঘুরে দেখেন দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। আহতদের তিনি পরিবার পিছু ৫০ হাজার টাকার আশ্বাস দেওয়া হয়েছে। 

শুক্রবার বিকেলে আগুনে ছারখার হয়ে যায় বহুতল। শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ মেট্রো স্টেশনের লাগোয়া চারতলা বিল্ডিংয়ে আগুন লাগে। ক্রেনের সাহায্যে কাঁচ ভেঙে ৭০ থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তারমধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনও শর্ট সার্কিট নয়, যান্ত্রি গলযোগের কারণেই এই আগুন লেগেছে। বহুতলে ছিল সিসিটিভি ও রাউটার তৈরির সংস্থা। সেখান থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আগুন থেকে বিস্ফোরণ হয় যন্ত্রাংশে। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। প্রচুর প্লাস্টিক ছিল। যা দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেহের টুকরো পেয়েছে। মৃতের সংখ্যা ৩০ পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fifteen =